শিরোপা উদযাপনের মঞ্চ থেকে কেন নেমে গিয়েছিলেন শামি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১১ মার্চ ২০২৫

১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়। দীর্ঘদিনের প্রতিক্ষা শেষ হওয়ার উৎসবও জাকজমকভাবে করবে ভারত, এটি স্বাভাবিক। নিউজিল্যান্ডকে হারিয়ে তেমনিই উদযাপন করছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। এমন আনন্দঘন মুহূর্তের মধ্যেই ক্রিকেটভক্তদের আলোচনার জন্য নতুন খোরাক জুগিয়ে দিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

শিরোপা উদযাপনের জন্য স্বাভাবিকভাবেই মাঠে ভারতীয় দলের জন্য প্রস্তুত করা হয় মঞ্চ। কোহলি-রোহিতরা যখন ট্রফি উদযাপনের মেতে উঠলেন, তখন আতশবাজিতে ঢেকে যায় দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামের আকাশ।

এমন সময় হঠাৎ মঞ্চ থেকে নেমে যান শামি। কিছুটা দূর থেকে সতীর্থদের উল্লাস উপভোগ করেন ডানহাতি তারকা পেসার। এ দৃশ্য দেখে ক্রিকেটভক্তদের মনে প্রশ্ন, কেন মঞ্চ থেকে নেমে গেলেন শামি, কেন সতীর্থদের সঙ্গে একই তালে ও সুরে করলেন না উদযাপন?

কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, মঞ্চে উদযাপনরত ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানাদের হাতে মদের বোতল ছিল। বোতল থেকে মদ উপরের দিকে ছিটিয়ে দিচ্ছিলেন তারা। ফোয়ারার মতো আকাশে উড়ছিল মদ। তা দেখেই ধীরে ধীরে মঞ্চ থেকে নেমে কিছুটা দূরে চলে যান শামি।

ধর্মীয় অনুশাসন মেনে নিজেকে সেই মুহূর্তে সরিয়ে নেন ইসলাম ধর্মে বিশ্বাসী শামি। ক্রিকেটের মতো নিজের ধর্মের প্রতিও সমান আন্তরিক এবং শ্রদ্ধাশীল শামি মদ ছিটানো শেষ হওয়ার পর আবার মঞ্চে ফিরে আসেন। সতীর্থদের সঙ্গে উৎসবে শামিল হন।

শামির সেই ভিডিও পরবর্তীতে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্রিকেটপ্রেমীদের অনেকেই ডানহাতি পেসারের ভূয়সী প্রশংসা করেছেন।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলে ছিলেন না মূল পেসার জাসপ্রিত বুমরাহ। যে কারণে বাড়তি দায়িত্ব নিতে হয় শামিকে। বুমরাহর শূন্য কাটিয়ে দায়িত্বশীলতার উদাহরণ সৃষ্টি করেন শামি। ৯ উইকেট শিকার করে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় অবদান রাখেন তিনি।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।