ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি কখনও জেতা হয়নি ইংল্যান্ডের। এবার তারা অস্ট্রেলিয়ার কাছে হেরে শুরু করেছে মিশন। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি তাই ভীষণ গুরুত্বপূর্ণ ইংলিশদের জন্য।

সেই ম্যাচের আগে বড় ধাক্কা লেগেছে ইংলিশ শিবিরে। ডানহাতি পেসার ব্রাইডন কার্স পায়ের আঙুলের চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তার জায়গায় ডাকা হয়েছে স্পিনার রেহান আহমেদকে।

বিজ্ঞাপন

লাহোরে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘বি’র প্রথম ম্যাচে কার্স এই চোট পান। সোমবার ইংল্যান্ডের অনুশীলন সেশনেও তিনি অংশ নিতে পারেননি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলার জন্য তাকে ফিট মনে করা হয়েছিল, তবে বল হাতে ছন্দ পেতে ব্যর্থ হন তিনি। কার্স ছিলেন সবচেয়ে ব্যয়বহুল বোলার, ৯.৮৫ ইকোনমি রেটে রান খরচ করেন, যেখানে অস্ট্রেলিয়া ৩৫২ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে জয় পায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।