চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরেক বিতর্ক

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বাজলো ভারতের জাতীয় সংগীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিকে। বাংলাদেশ-ভারত ম্যাচের সম্প্রচারের সময় লোগোর নিচে ‘পাকিস্তান’ লেখা ছিল না, এ নিয়ে সমালোচনা কাটতে না কাটতেই সামনে নতুন বিতর্ক।

এবার লাহোরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচের শুরুতে বেজে উঠলো ভারতীয় জাতীয় সংগীত। কয়েক সেকেন্ডের জন্য লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ‘জনগণমন’ বাজানো হয়। ভুল বুঝতে পেরে তড়িঘড়ি তা বন্ধ করে দেওয়া হয়। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তুমুল রোষের মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

প্রায় তিন দশক পরে যে বোর্ড নিজেদের দেশের মাটিতে কোনো আইসিসি টুর্নামেন্টের আয়োজন করছে, তারা কীভাবে এরকম শিশুসুলভ ভুল করতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে খোঁচা দিয়েছেন- রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোনো ম্যাচ পাকিস্তানে না থাকলেও পিসিবির মাথায় যেন শুধু ভারতই ঘুরছে।

এক নেটিজেন লিখেছেন, ‘ভারতের কথা ভুলতেই পারছে না।’ একইসুরে কটাক্ষ করে অন্য এক নেটিজেন বলেন, ‘পাকিস্তানে হাস্যকর ভুল। আয়োজকরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ম্যাচের আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানোর পরিবর্তে ভারতীয় জাতীয় সংগীত বাজিয়ে দেয়। মনে হচ্ছে যে ভারতকে খুব মিস করছে পাকিস্তান।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুধু নেটিজেনরা নন, আয়োজক পাকিস্তান বোর্ডের সেই মারাত্মক ভুল নিয়ে চূড়ান্ত উষ্মা প্রকাশ করেছেন সেই দেশের সাংবাদিকরাও। সাংবাদিক সাজ সাদিক বলেন, ‘আপনার একটা দায়িত্ব ছিল, ঠিক জাতীয় সংগীত বাজানো। আর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে আপনারা ভারতের জাতীয় সংগীত বাজিয়ে দিলেন।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

যদিও বিষয়টি নিয়ে পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। আপাতত কোনো মন্তব্য করা হয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি থেকেও।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।