চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বলতে গিয়ে বিপিএলকে টেনে আনলেন নবি

ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল। অনেকেই মনে করছেন, বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টটা আদর্শ ছিল না। এ নিয়ে বিস্তর সমালোচনাও হচ্ছে।
কিন্তু আফগানিস্তানের বর্ষীয়ান অলরাউন্ডার মোহাম্মদ নবি মনে করছেন, বিপিএলের আত্মবিশ্বাসই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে সাহায্য করবে।
বিপিএলের সদ্য সমাপ্ত আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। নবি ছিলেন চ্যাম্পিয়ন দলের সদস্য। বেশ কয়েকটি ম্যাচে ব্যাটে-বলে দলকে ভরসা দিয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে নবি টেনে আনলেন বিপিএলকেই। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ভালো হয়েছে। আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিলাম, সেখানে চ্যাম্পিয়নও হয়েছি। আবুধাবিতে জাতীয় দলের সঙ্গে তিনটি অনুশীলন সেশন শেষ করেছি, আমি ভালো শেপে আছি।’
নবি যোগ করেন, ‘ফাইনালে কঠিন অবস্থান থেকে বিপিএল জয় আমাকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে। পুরো টুর্নামেন্টে আমরা খুব ভালো করেছি, আমার পারফরম্যান্সও ভালো ছিল। বোলিং এবং ব্যাটিংয়ে চার-পাঁচটি ম্যাচে দলকে জেতার মতো জায়গায় নিতে পেরেছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান পড়েছে 'বি' গ্রুপে। এই গ্রুপে তাদের তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হবে ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮ ফেব্রুয়ারি বাকি দুই ম্যাচ নবিদের।
এমএমআর/জিকেএস