জয়সুরিয়ার ঘূর্ণির পরও গল টেস্টে হারের পথে শ্রীলঙ্কা!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

গল টেস্টে ৩ উইকেটে ৩৩০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। প্রভাত জয়সুরিয়ার ঘূর্ণিতে সেখান থেকে ৪১৪ রানেই অলআউট হয় সফরকারী দল। শেষ ৭ উইকেট হারায় ৬৪ রানে। স্টিভেন স্মিথ ১৩১ আর অ্যালেক্স ক্যারে ১৫৬ রান করেন।

জয়সুরিয়া ১৫১ রানে নেন ৫টি উইকেট। ৩ উইকেট শিকার নিশান পেইরিসের।

জবাবে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের লিড এখন মাত্র ৫৪ রানের। অ্যাঞ্জেলো ম্যাথিউস আউট হয়েছেন ৭৬ করেন। ৪৮ রানে লঙ্কানদের আশার প্রদীপ হয়ে আছেন কুশল মেন্ডিস।

নাথান লিয়ন ৪টি আর ম্যাথিউ কুনেমান ৩টি উইকেট শিকার করেছেন।

মেন্ডিস ইনিংসটাকে কতদূর টেনে নিয়ে যান, তার ওপর নির্ভর করছে গল টেস্টে লঙ্কানদের ভাগ্য। তবে এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কঠিনই হবে।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।