হজের সেঞ্চুরির পরও ১৯৪ রানে পিছিয়ে দিন পার উইন্ডিজের

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৫৭৫ রানের জবাবে বিনা ১১০ রান করে দারুণ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনশেষে কোনো উইকেটই পড়েনি উইন্ডিজের। তবে তৃতীয় দিন ৬ উইকেট তুলে নিয়েছে কিউই বোলাররা। দিনশেষে ১৯৪ রানে পিছিয়ে থাকা সফরকারীদের বোর্ডে রান ৩৮১।