ছিনতাইকারী, মাদকসেবী ও ছিন্নমূলের দখলে ফার্মগেট পার্ক!


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর অন্যতম ফার্মগেট পার্ক এখন মাদকসেবী, যৌনকর্মী, ছিন্নমূল মানুষ, হকার ধান্দাবাজদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এছাড়া  ময়লা দুর্গন্ধময় এই পার্কটি অযত্ন-অবহেলায় ভাসমান মানুষসহ পথচারীদের মলমূত্র ত্যাগ করার জন্য পার্কটিকেই বেছে নিয়েছে।

পার্কটিতে ঢুকতেই চোখে পড়বে নিম্ন আয়ের কয়েক পরিবার পার্ক ঘিরে গড়ে তুলেছে বসতি। বসতির লোকজন কাপড় শুকাতে দিয়েছেন পার্কটির দেয়ালে। পাশেই মাদকসেবীরা দলবেধে খোলা স্থানে বসেই মাদক নিচ্ছেন। মাদক সেবন করে মাতাল হয়ে উদ্যানের যেখানে সেখানে শুয়ে ঘুমিয়ে পড়েছেন অনেকেই।

Farmgate

পার্কের মধ্যে দর্শনার্থী বা ভ্রমণকারীদের বসার জন্য সিমেন্টের তৈরি বেঞ্চগুলো যে কয়েকটি মোটামুটি ভালো রয়েছে সেগুলোতে বাদামের খোসা, ঝালমুড়ির প্যাকেট, কাকের বিষ্ঠা, সিগারেটের প্যাকেট ইত্যাদি ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পুরো পার্কটি ডাস্টবিনে রূপান্তরিত হয়েছে। পার্কের মধ্যেই সকাল-বিকাল ১০ থেকে ১৫টি স্থানে চলে ফুটবল-ক্রিকেট খেলা।

ফার্মগেট সহ আশপাশের এলাকার মানুষ সকালে প্রাতভ্রমণে আর বিকেলে ঘুরতে আসেন এই পার্কটিতে। বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা এমনই একজন আবুল বাশার (তেজগাঁও কলেজ শিক্ষার্থী)। পার্কের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাগো নিউজকে বলেন, উদ্যানে যে ধরনের পরিবেশ ও সুবিধা থাকে এর কোনোটি এখানে নেই। আর প্রস্রাব-পায়খানার গন্ধে দম বন্ধ হয়ে আসে।

Farmgate-park

সন্ধ্যার পর এই পার্কের কেমন পরিবেশ থাকে জানতে চাইলে পার্ক সংলগ্ন চা দোকানি আক্কাস আলী জাগো নিউজকে জানান, সন্ধ্যার পরই পুরো পার্কটি চলে যায় মাদকসেবীদের দখলে। রাত হলেই নামে ছিনতাইকারীর দল। আর পতিতারাও বসে থাকেন খদ্দেরের অপেক্ষায়।

খোঁজ নিয়ে জানা যায়, এই পার্কে কোনো পাহারাদার সচরাচর কারো চোখে পড়ে না। অধিকাংশ লাইটই নষ্ট। ফলে সন্ধ্যা নামলেই এখানে হরহামেশাই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

Farmgate-park

মাদকসেবী, ভাসমান মানুষ, ছিনতাইকারীদের দৌরাত্মে রাজধানীর পার্কগুলোতে সাধারণ মানুষ নিরাপদ নন উল্লেখ করে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালেদ আহমেদ এই প্রতিবেদককে বলেন, পার্কগুলোতে মাদকসেবী, হকারদের  উচ্ছেদ করতে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এএস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।