চুলে খুলেছে হাজারো নারীর ভাগ্য

মফিজুল সাদিক
মফিজুল সাদিক মফিজুল সাদিক , জ্যেষ্ঠ প্রতিবেদক ভালুকা, ময়মনসিংহ ঘুরে
প্রকাশিত: ১২:১২ পিএম, ১৬ নভেম্বর ২০২১

‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’, ‘একটা ছিল সোনার কন্যা/মেঘ বরণ কেশ’। চুল নিয়ে এমন হাজারো গান-কবিতা রয়েছে। বিশেষত নারী সৌন্দর্যের বর্ণনায় বারবার সামনে আসে লম্বা ঘন কালো চুল। সৃষ্টির আদিকাল থেকে নারীর পাশাপাশি পুরুষের সৌন্দর্যেরও বিশেষ অংশজুড়ে রয়েছে এই চুল। এখন শুধু নারীর সৌন্দর্যের প্রতীক নয়, ফ্যাশন সচেতন ছেলেদের কাছেও চুল সাজগোজের অংশ। সেজন্য এককালে মেয়েরাই কেবল চুলের যত্ন-আত্তি করলেও এখন ছেলেরাও নজর দিচ্ছে চুলে।

বলা হয়ে থাকে, মাথায় যার বেশি চুল, তার চুলের অহংকারও (গৌরব অর্থে) তত। চুল ঝরে পড়লে নারী-পুরুষ উভয়েরই সৌন্দর্যের ছন্দপতন ঘটে। হারানো সৌন্দর্যের প্রতীক ফেরাতে টাক মাথায় ব্যবহার করা হয় পরচুলা। আর এই পরচুলাই দিনে দিনে জায়গা বাড়িয়ে নিচ্ছে বাজারে। চাহিদার পরিপ্রেক্ষিতে পরচুলা তৈরির জন্য এখাতে শিল্পও গড়ে উঠেছে। সম্ভাবনাময় এই ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটেছে ময়মনসিংহ জেলাজুড়ে।

জেলার বিভিন্ন উপজেলার গ্রাম ঘুরে এই ক্ষুদ্র শিল্পের কাজ করতে দেখা গেছে গৃহিণী, কিশোরীসহ বেকার নারীদের। পরচুলা তৈরি করে সংসারের অভাব ঘুচিয়েছেন অনেক নারী। বেকার নারীরা পরচুলা শিল্পে কাজ করে মাসে ৮ থেকে ১০ হাজার টাকা আয় করছেন। কেউ আবার নেতৃত্ব দিয়ে ২০-২২ হাজার টাকা পর্যন্ত আয় করছেন।

সংশ্লিষ্টরা বলছেন, মানুষের মাথার চুল বড় হলে কেটে ফেলা হয়। এই চুল আগে আবর্জনার আকারে ফেলে দেওয়া হতো। এখন সেই চুল রপ্তানিতে সম্ভাবনার দুয়ার খুলছে। দিন দিন বিদেশের বাজারে চুলের চাহিদাও বাড়ছে। মানুষের কেটে ফেলা চুল দিয়েই এই শিল্পের প্রসার ঘটেছে।

চাহিদা অনুসারে তিন প্রকারের পরচুলা তৈরি হচ্ছে দেশে। বড় পরচুলা তৈরি করতে তিন থেকে চার দিন সময় লাগে। আকারভেদে এ ধরনের প্রতিটি পরচুলা তৈরির মজুরি ৮০০ থেকে এক হাজার টাকা। তবে করোনা মহামারির কারণে পরচুলা তৈরির মজুরি কমেছে।

গফরগাঁও বড়াইল এলাকায় এক গ্রামের প্রায় তিনশ নারী এই শিল্পের সঙ্গে জড়িত। সেখানকারই পরচুলা শিল্পী আকলিমা আক্তার (২৯)। স্বামী দিনমজুর নিজাম উদ্দিন। টানাপোড়েনের সংসারে স্বামীর একার আয়ে নুন আনতে পানতা ফুরায় দশা। সংসারের অভাব অনটন দূর করতে তাই এক বছর আগে পরচুলা তৈরির কাজ শেখেন আকলিমা। এখন পরচুলা শিল্পী বনে গেছেন তিনি।

jagonews24

পরচুলা তৈরিতে ব্যস্ত বিভিন্ন বয়সী নারীরা। গফরগাঁও পাচুয়ার সাবের খাঁ বাড়ি থেকে তোলা, ছবি: জাগো নিউজ।

পরচুলা তৈরি করে মাসে ৮ থেকে ১০ হাজার টাকা আয় করেন। কোনো পুঁজি ছাড়া শুধু পরিশ্রম দিয়েই এই টাকা আয় করেন তিনি।

গফরগাঁও পাচুয়ার সাবের খাঁ বাড়িতে নারী জাগরণের ব্যানারে প্রায় ৩০০-৪০০ নারী পরচুলা তৈরির কাজ করছেন। এখানে নানা ধরনের পরচুলা তৈরি হয়। তার মধ্যে অন্যতম ছোট চুলের ক্যাপ। বাংলাদেশে এই ক্যাপের চাহিদা অনেক। সাধারণত যেসব ছেলেদের মাথায় চুল নেই তারা এটা ব্যবহার করেন। ছোট চুলের ক্যাপের চাহিদা ভারতেও বাড়ছে।

পরচুলা দিয়ে সাইড স্কালও তৈরি হয়। সাধারণত যেসব পুরুষের মাথায় চুল নেই তারা সাইড স্কাল ব্যবহার করেন। এই পরচুলার চাহিদা অস্ট্রেলিয়ায় বেশি। এখানে মনোক্যাপও তৈরির করছেন নারীরা। যেসব পুরুষের পেছনে চুল আছে কিন্তু সামনে নেই তারা মনোক্যাপ ব্যবহার করেন। বাংলাদেশ ও ভারতে এই পরচুলার চাহিদা তুঙ্গে।

এছাড়া নারীর চুল দিয়ে বড় পরচুলাও তৈরি হয়। সাধারণত নারীরা এই পরচুলা ব্যবহার করেন। নারীরা বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন ধর্মীয় বা সাংস্কৃতিক ঐতিহ্যানুসারে বা অভিনয়ের সময় এই পরচুলা পরিধান করে থাকেন। চীনে এই পরচুলার চাহিদা সবচেয়ে বেশি।

গফরগাঁও আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী স্বর্ণা আক্তার। পরচুলার কাজ করে তিনি মাসে ২০ থেকে ২২ হাজার টাকা আয় করেন। পড়ালেখার পাশাপাশি নিজেকে পরচুলা শিল্পে নিয়োজিত রেখেছেন।

পরচুলা শিল্পী স্বর্ণা আক্তার জাগো নিউজকে বলেন, গত ৭ থেকে ৮ বছর পরচুলা শিল্পের সঙ্গে জড়িত আছি। তবে পরিচালনার কাজে জড়িত গত এক বছর। লেখাপড়া করছি, পাশাপাশি দায়িত্বও পালন করছি। আমি এখন লিডার। সেই হিসেবে ১৫ হাজার টাকা পাই। এছাড়া হাতে কাজও করি। সব মিলিয়ে ২০-২২ হাজার টাকা আয় করতে পারি। এখন আমি আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের শেষ বর্ষের পরীক্ষার্থী।

চুলে খুলেছে হাজারো নারীর ভাগ্য

শিশু সন্তানকে সঙ্গে নিয়েই কাজে এসেছেন এক নারী। ছবি: জাগো নিউজ।

স্বর্ণা আরও বলেন, আমাদের মূল অফিসে ৬০-৭০ জন নারী বসে বসে কাজ করেন। এছাড়া অনেকে অফিসে কাজ করতে পারেন না, সংসারে নানা কাজ থাকে। ফলে তারা সংসারের কাজের ফাঁকে বাসায় বসে পরচুলা তৈরি করেন। এছাড়া শাখা অফিস আছে। শাখা অফিস ও বাসায় বসে অনেকে কাজ করেন। সব মিলিয়ে তিনশ থেকে চারশ মেয়ে আমার অধীনে কাজ করেন। আমার বড় আপুও একজন লিডার। পুরো ময়মনসিংহজুড়ে ১৫০০ থেকে ১৮০০ নারী পরচুলা শিল্পে জড়িত বলে মনে করেন স্বর্ণা।

স্বর্ণার অধীনে কাজ করেন আরেক পরচুলা শিল্পী শাহানা খাতুন। শাহানা খাতুনের স্বামী মিনজারুল ইসলাম চার বছর আগে সৌদি আরব গেছেন। শাহানা জাগো নিউজকে বলেন, সংসারের কাজের ফাঁকে পরচুলা বানিয়ে যে টাকা পাই, তা দিয়ে সংসারে চলে যায়। স্বামী কবে সৌদি থেকে টাকা পাঠাবেন, সেই আসায় আর বসে থাকি না।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে জনপ্রিয় হয়ে উঠছে চুলের ব্যবসা। গ্রাম ও শহরের মেয়েরা আচড়ানোর সময় ঝরে পড়া চুল জমা করে রাখেন। তাদের কাছ থেকে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা চুল সংগ্রহ করেন। গ্রামীণ ও শহরের নারীদের কাছ থেকে প্রতি কেজি চুল দুই থেকে চার হাজার টাকা দরে কেনা হয়। এরপর প্রক্রিয়াজাত করে চুল গ্রেড অনুসারে প্রতি কেজি সাত থেকে ১৪ হাজার টাকায় বিক্রি হয়। এসব চুল ফড়িয়াদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি কিনে নিয়ে পরচুলা তৈরির কাজে ব্যবহার করে।

বাংলাদেশে চুল প্রসেসিংয়ের সবচেয়ে বড় কোম্পানি মাহিন এন্টারপ্রাইজ। প্রতি মাসে গড়ে ১০ হাজার পরচুলা চীনসহ নানা দেশে রপ্তানি করে থাকে কোম্পানিটি। সারাদেশে কয়েক হাজার পরচুলা শিল্পী এই কোম্পানির ব্যানারে কাজ করেন।

মাহিন এন্টারপ্রাইজের মালিক আব্দুল মোহাম্মদ তুকার জাগো নিউজকে বলেন, চীনে বাংলাদেশের উৎপাদিত পরচুলার চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমি প্রতি মাসে ১০ হাজার পরচুলা শুধু চীনে রপ্তানি করি। করোনা সংকট কমে যাওয়ায় রপ্তানি বাড়ছে। সারাদেশে কয়েক হাজার নারী আমার ব্যানারে কাজ করেন। আমি পরচুলা শিল্পীদের চুল, সুঁইসহ নানা উপকরণ দিয়ে থাকি। আমার কোম্পানির ব্যানারে শুধু পরিশ্রম করেই মাসে ৮ থেকে ১০ হাজার টাকা ঘরে বসে আয় করেন বেকার নারীরা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যে দেখা গেছে, ২০২০-২০২১ অর্থবছরের প্রথম ছয় মাসে দুই কোটি ২৪ লাখ ডলারের চুল ও পরচুলা রপ্তানি করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৩ দশমিক ৪৫ শতাংশ বেশি। ২০১৯-২০২০ অর্থবছরের প্রথমার্ধে এক কোটি ৪৬ লাখ ডলারের চুল ও পরচুলা রপ্তানি হয়েছিল। করোনার কারণে পরচুলা রপ্তানি কমে যায়। তবে সব কিছু স্বাভাবিক হয়ে আবারও চাঙ্গা হচ্ছে পরচুলার বাজার। বিগত পাঁচ অর্থবছরে চুল রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে প্রায় ১০ কোটি ডলার। প্রতি অর্থবছরে চুলের রপ্তানি আয় প্রায় দ্বিগুণ হারে বাড়ছে।

এমওএস/এমএইচআর/এইচএ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।