মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনিশ্চিত


প্রকাশিত: ০২:১৬ এএম, ২৫ নভেম্বর ২০১৫

সহসাই হচ্ছে না আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির কাউন্সিল। চলতি বছরের শেষের দিকে কাউন্সিল হওয়ার কথা থাকলেও চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তা পিছিয়ে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ফলে জাতীয় কাউন্সিলের আগে মহানগর কমিটি গঠন করার বিষয়টি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ছে।

যদিও ঢাকা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ জাগো নিউজকে বলেন, ‘মহনগরের কাউন্সিল অনুষ্ঠিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সভানেত্রী চাইলে যে কোনো সময় কাউন্সিল হতে পারে।’  
 
সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের সময় ২০০৩ সালের ১৮ জুন ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় সাবেক মেয়র মোহাম্মদ হানিফ সভাপতি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরে সরকারবিরোধী আন্দোলনে ওই কমিটি গুরুত্বর্পূর্ণ ভূমিকা পালন করে। তবে একুশে অগাস্টের গ্রেনেড হামলায় গুরুতর আহত মোহাম্মদ হানিফ ২০০৭ সালে মারা গেলে এমএ আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। দীর্ঘ ৯ বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় দলের কার্যনির্বাহী সংসদ সিদ্ধান্ত নেয় নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত পুরোনো কমিটিই বহাল থাকবে।   

এর তিন বছর পার হতে চললেও এখন পর্যন্ত সেই পুরানো কমিটিই দায়িত্ব পালন করে যাচ্ছে। একই অবস্থা ঢাকা মহানগর আওয়ামী লীগের ওয়ার্ডভিত্তিক কমিটিগুলোরও। এসব ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হলেও অধিকাংশরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।

এদিকে, গত সিটি কর্পোরেশন নির্বাচনের পর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির বিষয়টি ফের আলোচনায় আসে। ওই নির্বাচনে ঢাকার প্রভাবশালী দুই নেতার বিরুদ্ধে হাজারো অভিযোগ তোলেন নেতাকর্মীরা।

এছাড়া সিটি নির্বাচনে নগর নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন খোদ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ রয়েছে সমর্থিত প্রার্থী মনোনয়ন না পাওয়ায় বিরোধী পক্ষকে বিজয়ী করতে বিশেষ দেনদরবারও করেন মহানগরের গুরুত্বপূর্ণ এক নেতা। দল প্রধান শেখ হাসিনা এ ব্যাপারে বারবার সতর্ক করলেও কেউ কেউ বিতর্কিত ভূমিকায় থাকেন বলে কর্মীদের অভিযোগ।

নেতাদের এমন ভূমিকার কারণেই সিটি নির্বাচন বেশি মাত্রায় বিতর্কিত হয়েছে বলে প্রচার রয়েছে। পরে সিটি নির্বাচনে নেতাদের সংগঠনবিরোধী এসব কার্যকলাপ আমলে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটির তাগিদ দেন।

প্রধানমন্ত্রীর তাগিদে পর পূর্ণাঙ্গ কমিটির প্রস্তুতি প্রায় সম্পন্নের পর চলতি মাসের শুরুতে কমিটি এবং কাউন্সিলের ব্যাপারে যাবতীয় বিষয়াদি সভানেত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর কাউন্সিল হওয়ার কথা থাকলেও চলমান রাজনৈতিক পরিস্থির কারণে তা পিছিয়ে যেতে পারে।   

নাম প্রকাশ না করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, দীর্ঘ সময় ধরে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি নেই। এমন সময় কমিটি দেয়াকে কেন্দ্র করে কোনো ঝুঁকি নিতে চাইছে না সংগঠন। সামনে জাতীয় কাউন্সিল। এরপরে মহানগর কমিটির বিষয়টি গুরুত্ব পাবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ  জাগো নিউজকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার জন্য রাজনৈতিক বাস্তবতা অনেকটা দায়ী। তবে কাউন্সিল নিয়ে আন্তরিকতার কোনো অভাব নেই। প্রস্তুতিও সম্পন্ন। সভানেত্রী চাইলেই কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে।
 
কমিটির সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘এই মুহূর্তে কমিটি বা কাউন্সিল নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। সব কিছু নির্ভর করছে দলের সভানেত্রীর ওপর।

এএসএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।