সুরেলা আলোয় ডুবে থাকা শাকির দেওয়ান

সায়েম সাবু
সায়েম সাবু সায়েম সাবু , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৭ মে ২০১৮

এ বাড়িতে রোজ বেলা ওঠে সুরে সুরে মিতালি করে। আবার সুরেই অবগাহন করে বেলা পশ্চিমে ঢলে পড়ে। সুরের আধার সেথায়। সুর সাগরেই ডুব দিয়ে এ বাড়ির সাধকেরা সিদ্ধ হন। বংশ পরম্পরায় সংগীত সাধনায় ঢাকার অদূরে কেরানীগঞ্জের দেওয়ান বাড়ি যে দ্যুতি ছড়িয়েছে, তাতে ক্রমশই সমৃদ্ধ হচ্ছে বাংলার লোকভাণ্ডার। দেওয়ান বাড়ির কয়েক প্রজন্মের হাত ধরে সংগীতের শুদ্ধ বিস্তৃতি ঘটছে নানা ডালে।

শাকির দেওয়ান তেমনই এক সিদ্ধ পুরুষ, যার ধ্যানে সংগীত সাধনাই মূল উপজীব্য হয়ে উঠছে। তিনি একাধারে লিখছেন, সুর দিচ্ছেন, গাইছেন। আবার লোকসংস্কৃতির প্রধানতম শাখা সংগীত নিয়ে গবেষণাও করছেন।

কর্মজীবনের শুরুতে শিক্ষকতা পেশায় প্রবেশ করেছিলেন শাকির দেওয়ান। স্থির হতে পারেননি। এরপর ব্যাংকিং পেশায়। সেখানেও জীবন চাকা বেঁকে যায়। কিছুদিন সাংবাদিকতাও করেন। শেষ পর্যন্ত থিতু হওয়া হয়নি কোনটিতেই। যে চৌকাঠের সীমানায় সুরের এত ঝংকার, তা রেখে বেতালে মন বাঁধে কে!

Shakir-Deyan-2শাকির দেওয়ানও হারাতে চাননি সূরের সীমানা। লেখক গবেষক গীতিকার ও নাট্যকার পরিচয় শাকির দেওয়ানের। চতুষ্টয় পরিচয়ের গণ্ডি ছাপিয়ে শুধু গীতি কবির পরিচয়ে বেঁচে থাকতে চান শিল্পী শাকির দেওয়ান। লিখছেন মৌলিককারে। সুরেও ঠিক তাই। গাইছেন পাঁজর খুলে দিয়ে। তার লেখা কবিতাতেই গানের রূপায়ন। আবার গানেই কবিতার ছন্দভাব। মূল পরিচয় গীতিকবি হলেও শিল্প-সাহিত্যের অন্য শাখাতেও বিচরণ সমানতালে। কুড়িটিরও অধিক গ্রন্থের প্রণেতা শাকির দেওয়ান রচিত 'গদাই ডাক্তার, 'প্রেতাত্মার আকুতিসহ বেশ কয়েকটি নাটকও টেলিভিশনে প্রচারিত হয়েছে।

এছাড়াও তার দ্বৈরথ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পুরস্কৃত ও প্রশংসিত হয়। শাকির দেওয়ান রচিত আধুনিক পল্লী ও বিচ্ছেদি ধারার গান খ্যাতিমান সুরকার আতিকুর রহমান, আরিফ দেওয়ান, আজাদ মুক্তি দেওয়ান, অণিমা মুক্তি গমেজ, চ্যানেল আই আড়ং বাংলার গান চ্যাম্পিয়ন শারমিন, সাগর দেওয়ান, পূর্ণচন্দ্র রায় প্রমুখ শিল্পীর কণ্ঠে গীত হয়ে লোকের ভালো লাগায় স্থান করে নিয়েছে।

শাকির দেওয়ান সৃষ্ট ‘তুমি প্রিয় চির নতুন আমার অনুভবে’, ‘কালা আমায় ছাইড়া গেছে’, ‘এখনো কি খোঁজো আমায় শরতেরই লেখায়’, ‘নিঠুর বন্ধুরে, নিদয় বন্ধুরে কলঙ্কিনী হইলাম আমি তোরে দিয়া মন’, ‘আর কতোকাল করবা দয়াল অভাগারে ছলনা’ প্রভৃতি গান এখন লোকের মুখে মুখে ফিরছে।

লেজার ভিশনের ব্যানারে চলছে 'শাকির দেওয়ানের গান' শীর্ষক অ্যালবামের আয়োজন। আর এ অ্যালবামের সম্ভাব্য শিল্পী তালিকায় রয়েছেন দিলরুবা খান, কাজী শুভ, ঐশী, পূর্ণচন্দ্র রায়, শারমিন, সাগর দেওয়ান প্রমুখ। এছাড়াও যশস্বী গিটারিস্ট ইফতেখার আনোয়ার শাকির দেওয়ান সৃষ্ট গানের স্বরলিপি করছেন।

পাঁচ শতাধিক গানের এ স্রষ্টা নিজে গান করার পাশাপাশি টিভি অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করেন।

এএসএস/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।