কোন রুটের নির্ধারিত ভাড়া কত


প্রকাশিত: ০৮:০২ এএম, ১৬ এপ্রিল ২০১৭

গত ৪ এপ্রিল গণপরিবহনের ‘নৈরাজ্য ও বিশৃঙ্খলা’ ঠেকাতে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। ১৬ এপ্রিল থেকে কার্যকর করা হয় এ সিদ্ধান্ত।

তবে অনেক গণপরিবহন রোববার থেকে লোকাল সার্ভিস চালু করলেও বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ না করে তথাকথিত ‘সিটিং সার্ভিস’র ভাড়া আদায় করা হচ্ছে।

বিআরটিএ’র নির্দেশনা অনুযায়ী, বাসের প্রতি কিলোমিটার ভাড়া ১ টাকা ৭০ পয়সা। মিনিবাসের (জ সিরিজ) ভাড়া ১ টাকা ৬০ পয়সা। বড় বাসের সর্বনিম্ন ভাড়া ৩ কিলোমিটার পর্যন্ত ৭ টাকা, মিনি বাসের ৩ কিলোমিটার পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ৫ টাকা।

বিভিন্ন রুটের ভাড়ার তালিকা

buss

buss

bussbuss
buss
buss
buss
buss
buss
buss
buss
buss
buss
buss
buss
buss
buss
buss

এআর/এমএআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।