সানির সঙ্গে ঘর বাঁধার অপেক্ষায় নাসরিন


প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৪ মার্চ ২০১৭

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে নিয়ে ঘর বাঁধার প্রহর গুনছেন নাসরিন সুলতানা। কারাগার থেকে জামিনে বের হয়ে এলে এবং সবকিছু ঠিক থাকলে তারা দুজন সুখের ঘর বাঁধবেন- এমন আশা ব্যক্ত করেছেন সানির স্ত্রী দাবিদার নাসরিন।

নাসরিনের দাবি, তারা ঘর বাঁধবেন- এই মর্মে আপস হয়েছে। তবে আরাফাত সানির পরিবার বলছে, সানি-নাসরিনের মধ্যে কী কথা হয়েছে তা তারা জানেন না। সানির মুক্তির পর দুই পরিবার বসে পরবর্তী করণীয় ঠিক করবে।

সানির মামা রমিজ উদ্দিন পল্লু জাগো নিউজকে বলেন, ‘সানি আর নাসরিনের মধ্যে কী কথা হয়েছে তা এখনও আমরা জানি না। ১৫ মার্চ সানির অন্য একটি মামলার জামিন শুনানি হবে। ওই মামলায় জামিন পেলে পরবর্তী সময়ে উভয়পক্ষ বসে সব ঠিক করবো- এমনই কথা হয়েছে।’

প্রসঙ্গত, ৯ মার্চ নারী নির্যাতন মামলায় সানির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। এছাড়া সানির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ১৫ মার্চ জামিন আবেদন করা হবে। সানির আইনজীবীরা মনে করেন, ওই মামলায়ও জামিন পাবেন তিনি। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা থাকবে না।  

sunny

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে মোট তিনটি মামলা করেন নাসরিন সুলতানা।  

২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে গ্রেফতার করা হয়। ওই সময় মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি আইনে নাসরিন সুলতানা নামে এক তরুণীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে আরও দুটি মামলা করেন ওই তরুণী।
 
তথ্যপ্রযুক্তি আইনে প্রথম মামলা
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ৪ ডিসেম্বর আরাফাত সানির সঙ্গে নাসরিন সুলতানার বিয়ে হয়। গত বছরের ১২ জুন আরাফাত সানি দুজনের কিছু ব্যক্তিগত ছবি এবং ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ফেসবুকের ম্যাসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই তরুণীকে হুমকি দেন। ২৫ নভেম্বর ওই তরুণীকে ফের আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন আরাফাত সানি। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। ১৫ ফেব্রুয়ারি এ মামলায় জামিন নামঞ্জুর করেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম।

sunny

১৫ মার্চ এ মামলার ধার্য তারিখ রয়েছে। এই দিন মহানগর হাকিম আদালতে জামিন চাইবেন সানির আইনজীবী।

যৌতুকের দ্বিতীয় মামলা
মামলার এজাহার থেকে জানা যায়, ২০ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগে ২৩ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আরাফাত সানির বিরুদ্ধে দ্বিতীয় মামলা করেন নাসরিন সুলতানা। আদালত মামলাটি আমলে নিয়ে ৫ এপ্রিলের মধ্যে সানিকে আদালতে হাজিরের নির্দেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে তৃতীয় মামলা
গত ১ ফেব্রুয়ারি ২০ লাখ টাকা যৌতুকের জন্য মারধরের অভিযোগে আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে ঢাকার ৪নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তৃতীয় মামলা করেন নাসরিন। আদালত মামলাটি মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। ৮ ফেব্রুয়ারি আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করে মোহাম্মদপুর থানা। ১২ ফেব্রুয়ারি এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ৯ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ মামলায় তার জামিন মঞ্জুর করেন।

জেএ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।