শিশু হাসানের খোঁজ নিলেন স্বাস্থ্য সচিব


প্রকাশিত: ০২:২০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

অদ্ভুত রোগে আক্রান্ত সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামের ১৮ মাস বয়সী শিশু হাসানের রোগের ব্যাপারে খোঁজখবর নিলেন স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় তিনি মুঠোফোনে সাতক্ষীরার সিভিল সার্জন উৎপল কুমার দেবনাথকে শিশুটির খোঁজ নিয়ে চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। প্রয়োজন হলে শিশুটিকে দ্রুত ঢাকা পাঠানোর ব্যাপারেও তিনি বলেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা হলে তিনি সেখানে যাবতীয় ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়েছেন।

স্বাস্থ্য সচিবের একান্ত সচিব শামীম আহমেদ জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম সিভিল সার্জন উৎপল কুমার দেবনাথের সঙ্গে যোগাযোগ করলে তিনি আগামীকাল মঙ্গলবার সকালে শিশু হাসান ও তার পরিবারকে হাসপাতালে যেতে বলেন।

এ সময় তিনি জাগো নিউজকে জানান, সাতক্ষীরায় অসুস্থ শিশু হাসানের চিকিৎসাসেবা দেয়া সম্ভব নয়। তাকে ঢাকায় নিয়ে নিউরো সার্জারি বিভাগে দেখাতে হবে।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি টাকার অভাবে সন্তানকে শুধু কবিরাজ দেখাচ্ছেন মা শিরোনামে জাগো নিউজে সংবাদ প্রচার হলে দেশজুড়ে সাড়া পড়ে যায়। সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকে দেশ-বিদেশ থেকে অনেকে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। ইতোমধ্যে শিশুটির চিকিৎসার জন্য প্রায় ২৫ হাজার টাকা সাহায্য পাঠিয়েছেন অনেকে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।