সাদা পাহাড়ের দাম ১১ লাখ


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬

গাবতলী গরুর হাটের অন্যতম আকর্ষণ সাদা পাহাড়। হাটের প্রবেশমুখ থেকে একটু ভেতরে প্রবেশ করতেই দৃষ্টি কাড়ছে আগন্তুকদের। কেউ এসে দাম হাঁকাচ্ছেন। কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রেতা-বিক্রেতার দর কষাকষি শুনছেন। সুযোগ পেলে অনেকে আবার সাদা পাহাড়ের জাত, বয়স, খাবারসহ নানা প্রশ্নও করছেন।

যেন ছোট মতো সাদা পাহাড়-ই বটে। মানুষসম উচ্চতার বিশেষ গৌরব নিয়ে দাঁড়িয়ে আছে ভারতের উলুবাড়িয়া অঞ্চলের সাদা রংয়ের গরুটি। দাম হাঁকচ্ছেন ২০ লাখ টাকা। দু’দিন আগে দাম হাঁকছিলেন ২৩ লাখ টাকা। বাজার পরিস্থিতি দেখে ৩ লাখ টাকা কমানো হয়েছে। ক্রেতারাও হরেক রকম দাম হাঁকাচ্ছেন। সাদা পাহাড়ের মালিক বশির উদ্দিন। আগন্তুকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন সাধ্যমতো, আবার ক্ষণে ক্ষণে নীরবও থাকছেন।

cow

শুক্রবার পুরান ঢাকার এক ক্রেতা নাকি ১১ লাখ টাকা দাম বলেছেন, বলছিলেন বশির উদ্দিন। বলেন, কয়েক বছর থেকেই গরুর খামার করছি। লাভ-লোকসান নিয়েই ব্যবসা। এবারও সাতটি গরু পালন করেছি। এর মধ্যে সাদা গরুটি নিয়েই ব্যবসার হিসাব কষছি। জানি না শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি করতে পারব। তবে বাজার পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেব।

কত টাকা দিয়ে কেনা তা গোপন করে এই খামারি বলেন, এক বছর শ্রম দিয়েছি। মাসে ২০ হাজারেরও বেশি টাকার খাবার খাওয়াতে হয়েছে। সন্তানের মতো চোখে চোখে রাখতে হয়েছে। রাত জেগে পাহারা দিতে হয়েছে। এতো কষ্ট দূর হবে তখনই, যদি চাহিদা মতো গরুটি বিক্রি করতে পারি।

সাদা পাহাড় নিয়ে তার যে ভাবনার অন্ত নেই, তা আয়োজন দেখেই বোঝা গেল। গমের ভুষি, সরিষার খৈল, পরিষ্কার পানি থরে থরে সাজানো। গরম দূর করতে ভেজা কাপড় দিয়ে মাঝে মাঝেই গা মুছে দেয়া হচ্ছে। বাতাসও করা হচ্ছে হাতপাখা দিয়ে।

cow

এএসএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।