হাজি বেশি ঢাকায় বরিশালে কম


প্রকাশিত: ০৭:০৭ এএম, ১৬ আগস্ট ২০১৬
ফাইল ছবি

বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষাধিক নারী, পুরুষ ও শিশু পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন। এ তথ্য কমবেশি সকলের জানা থাকলেও দেশের কোন বিভাগে হাজির সংখ্যা কম বা বেশি, হাজিদের মধ্যে পুরুষ নাকি নারীর সংখ্যা বেশি, কোন বয়সের কিংবা পেশার লোকজন বেশি সে সম্পর্কিত তথ্য-উপাত্ত হাতেগোনা স্বল্পসংখ্যক ছাড়া অনেকের কাছেই অজানা।

জাগো নিউজের অনুসন্ধানে ও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন বিভাগের মধ্যে ঢাকা বিভাগে হাজির সংখ্যা সবচেয়ে বেশি ও বরিশাল বিভাগে সবচেয়ে কম। ২০১৫ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ৬ হাজার ৭৫৮ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শতকরা ৪৫ হাজার ৯০৫ জন ঢাকা বিভাগের এবং সর্বনিম্ন ৩ হাজার ২০২ জন বরিশাল বিভাগের হাজি ছিলেন।

অন্যান্য বিভাগের মধ্যে সিলেটের ৬ হাজার ৪০৫ জন, চট্টগ্রামের ২০ হাজার ২৮৪, রাজশাহীর ১২ হাজার ৬৩৬, খুলনার ৬ হাজার ৪০৫ ও রংপুরের ১০ হাজার ৬৭৫ জন রয়েছেন। মোট হাজির মধ্যে শতকরা ৬৬ ভাগ পুরুষ ও ৩৪ ভাগ নারী।

সূত্র জানায়, বিভিন্ন পেশাজীবীর তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, গত বছর হজ পালনকারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শতকরা ৩২ ভাগ গৃহিণী, শতকরা ২৯ ভাগ ব্যবসায়ী, শতকরা ১৬ ভাগ চাকরিজীবী, শতকরা ১৪ ভাগ কৃষক ও অন্যান্য পেশার শতকরা ৯ ভাগ হজ করেন।

মোট হাজির অর্ধেকেরও বেশি শতকরা ৪৬ ভাগের বয়স ৪০ থেকে ৬০ বছরের বেশি। এছাড়া ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে শতকরা ২৪ ভাগ ও শতকরা ২৯ ভাগের বেশি হাজির সংখ্যা ৬০ বছরের বেশি এবং শতকরা ১ ভাগ হাজির সংখ্যা ১৮ বছরের নিচে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়।

ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক (হজ) ড. আবু সালেহ মোস্তফা কামাল জানান, বিগত কয়েক বছরের তুলনায় মোট হাজির সংখ্যা বাড়লেও কিছু বিভাগে হজ পালনকারীর সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। এর সুনির্দিষ্ট কারণ তারা খুঁজে দেখেননি বলে জানান।

এমইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।