প্রগতি সরণির ড্রেনের ময়লায় দুর্বিষহ জীবন


প্রকাশিত: ০৩:৩১ এএম, ১৬ জুন ২০১৬

‘ভাই একটু লেখেন, ছবি তোলেন- যদি মেয়রের চোখে পড়ে। আর পারছি না।’ রাজধানীর প্রগতি সরণি এলাকার ড্রেনের ময়লার ছবি তুলতে দেখেই এক রিকশাযাত্রী আক্ষেপ করে এসব কথা বলেন।  

সরেজমিনে দেখা যায়, ড্রেন পরিষ্কারের নামে রাস্তার একপাশে ময়লা স্তূপ করে রাখা হয়েছে। বেশ কিছু দিন ধরে রাখা রাস্তার পাশের এসব ময়লার স্তূপ বৃষ্টি হলেই আবার ড্রেনে গিয়ে পড়ছে।

অন্যদিকে, রামপুরা-কুড়িল ফ্লাইওভার সড়কের নতুন বাজার থেকে সুবাস্তু নজর ভ্যালি পর্যন্ত রাস্তার পূর্ব লেনের অর্ধেক অংশ প্রায় বন্ধ রয়েছে। এ অংশে নতুন ড্রেন নির্মাণের নামে রাস্তার এক অংশ কাটা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ঠিক করার কোনো লক্ষণ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে ময়লার উৎকট দুর্গন্ধ। ফলে প্রগতি সরণি এখন অসহনীয় যানজট আর দুর্ভোগের অপর নাম হয়ে দাঁড়িয়েছে।

Drain

বাড্ডার হোসেন মার্কেটের নিচে ফুটপাতের ব্যবসায়ী বাবু বলেন, ঈদ সামনে রেখে ভালো বেচাকেনার আশা করেছিলাম। কিন্তু ময়লার দুর্গন্ধে কোনো মানুষ দাঁড়াতেই পারে না। তাহলে ব্যবসা হবে কেমনে।

তিনি আরো বলেন, এক সপ্তাহেরও বেশি সময় ধরে ময়লা এখানে পড়ে আছে। বৃষ্টি হলে রাস্তার পানি আর ময়লা একাকার হয়ে যায়।

জানা গেছে, প্রগতি সরণির রাস্তার দুই পাশের ড্রেনে দীর্ঘ দিন ধরে মাটি-বালুর স্তর পড়ে পানি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে কয়েক বছর ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছেন এলাকাবাসী। এছাড়া ড্রেন বন্ধ থাকায় সুয়ারেজের পানিও রাস্তায় উঠে দুর্গন্ধ ছড়াচ্ছে দীর্ঘ দিন থেকে। এ অবস্থায় ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। সে কাজের অংশ হিসেবে ড্রেনের ময়লা রাস্তার উপর তুলে রেখেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তবে ময়লা রেখেছেন তো রেখেছেনই- অপসারণের কোন লক্ষণ নেই।

Drain

রিকশাচালক হামিদ বলেন, আধা ঘণ্টার পথ এখন দুই ঘণ্টায় পার হতে হয়। যানজটে বসে থাকলে দুর্গন্ধে পেট ফুলে যায়। এজন্য অনেক যাত্রী অর্ধেক ভাড়া দিয়েই নেমে যান। এতে আয় রোজগারও কমে গেছে।

দেখা গেছে, রাস্তার দুই পাশে প্রায়ই গাড়ির ব্যাপক জটলার সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, ভাঙ্গাচোরা রাস্তা ও ছোটবড় গর্তের কারণে ছোটখাটো দুর্ঘটনাও নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এ সড়কে। বৃষ্টি হলে রাস্তায় জলাবদ্ধতার কারণে গর্ত কতটুকু তা বোঝা না যাওয়ায় অনেক গাড়ি আটকে বেকায়দায় পড়ছে।  

এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা জাগো নিউজকে বলেন, প্রগতি সরণি এলাকার ড্রেনের ময়লা সরিয়ে আনার কথা বলা হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে একটু দেরি হচ্ছে। তবে দু-একদিনের মধ্যেই ময়লা সরিয়ে ফেলা হবে।   

এমএ/এএইচ/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।