একদিন ক্লাস করেই ডাক্তার!


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৪ জুন ২০১৬

রাজধানীর মালিবাগে একটি প্রতিষ্ঠান সাত লাখ টাকায় এমবিবিএস ডাক্তার তৈরি করছে। যে কোন সময় এইচএসসি বা সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। আগামী ৩০ জুন ভর্তির শেষ দিন।

মাত্র এক লাখ টাকা দিলেই যে কোন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ১২ জুলাই থেকে ক্লাস শুরু হবে। এমন একটি বিজ্ঞাপন জাতীয় দৈনিকে চোখে পড়লে মেডিকেল কলেজে ভর্তিচ্ছুরা হুমড়ি খেয়ে পড়তে পারেন।
    
অভিভাবকরা অবশ্য ঠোঁট উল্টে প্রশ্ন তুলতে পারেন এ আবার কোন ডাক্তার তৈরির কারখানা!

শুনতে অবিশ্বাস্য মনে হলেও রাজধানীর ৮০/১ সিদ্ধেশ্বরী মালিবাগ মোড়ে সিটি ব্যাংকের ওপর নবম তলায় বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিসিএমডিসি) সম্প্রতি এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জাগো নিউজের এ প্রতিবেদক কৌতূহলবশত প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লগইন করে হতবাক বনে যান। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের একমাত্র বৈধ নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অফিশিয়াল ওয়েসাইটের হুবহু নকল।

বিএমডিসির ওয়েসসাইটিতে যে সকল তথ্য-উপাত্ত দিয়ে সাজানো হয়েছে এ ওয়েবসাইটটি হুবহু সেই তথ্য-উপাত্ত ব্যবহার করছে।

ডাক্তারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তিতে শুধু এমবিবিএসই নয়, অন্যান্য চিকিৎসা শিক্ষা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়ে চিকিৎসক ও সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

এ দুটি সংস্থার নামের মধ্যে শুধু ইংরেজি অক্ষরের সি এর পার্থক্য থাকায় অনেকেই প্রতারিত হতে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Pass ডাক্তারি কোর্সে ভর্তি চলছে শিরোনামে প্রদেয় বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএমডিসির অধীনে অলটারনেটিভ পদ্ধতিতে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির মাধ্যমে এমবিবিএসসহ (এএস) বিভিন্ন কোর্সে ভর্তি চলছে।

সপ্তাহে এক থেকে পাঁচদিন ক্লাস। সপ্তাহে একদিন ক্লাসের চার্জ দুই লাখ ও সপ্তাহে পাঁচদিন ক্লাসের চার্জ সাত লাখ টাকা। ভর্তির সময় এক লাখ টাকা দিতে হবে। অর্থাৎ কেউ যদি সপ্তাহে এক দিনও ক্লাস করেন তাহলেও তিনি ডাক্তার হতে পারবেন।

এছাড়া বিএসসি ও ডিপ্লোমা ইন মেডিসিন, ডেন্টাল, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, ফিজিও ও আলট্রাসনোগ্রাম ও ল্যাব টেকনিশিয়ানে ভর্তির যোগ্যতা এসএসসি ও এইচএসসি/ডিপ্লোমা বা সমমান (যে কোন সময় পাস)।

ইন্টার্নিসহ কোর্সের মেয়াদ চার বছর। এমবিবিএসের মতো এখানে সপ্তাহে একদিন ও পাঁচদিন ক্লাস হবে। সপ্তাহে একদিন ক্লাসের চার্জ এক লাখ ও পাঁচদিন ক্লাসের চার্জ  দুই লাখ ৯৮ হাজার টাকা। ভর্তির সময় মাত্র ১০ হাজার টাকা দিতে হবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি টেকনোলজির অনুকূলে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে।

এ বিষয়ে জানতে বিজ্ঞপ্তিতে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির ভিসি পরিচয়দানকারী ডা. আবদুল গণি জানান, এ প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাস করে সরকারি চাকরি করা যাবে না। এ প্রতিষ্ঠানটি সরকার অনুমোদিত। রাশিয়া ও কানাডার সঙ্গে তাদের এফিলিয়েশন রয়েছে।

Medicalতিনি জানান, এমবিবিএস কোর্সে সপ্তাহে একদিন ক্লাস করলে দুই লাখ টাকা ও সপ্তাহে পাঁচদিন ক্লাস করলে সাত লাখ টাকা পরিশোধ করতে হবে।

এ প্রতিবেদক তার পরিচয় জানতে চাইলে বলেন, ১৯৭০ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি এ প্রতিষ্ঠানটির মালিক কিনা জানতে চাইলে বলেন, আমি ভিসি বলছি।

মাসুম বিল্লাহ নামে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক চিকিৎসক এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে লিখেন, স্যার এই প্রতিষ্ঠানটি দাবি করছে তারা সরকার অনুমোদিত এবং তারা এমবিবিএস রেজিস্ট্রেশন দেয়। যে কেউ যে কোন সালে এইচএসসি বা ডিপ্লোমা পাস করেই এমবিবিএস (এএস,এএম) আরো কি সব উদ্ভট ডিগ্রি নিতে পারবে! তাহলে স্যার বিএমডিসির কি মূল্যায়ন থাকলো!

এ ব্যাপারে বিএমডিসির রেজিস্ট্রার জাহেদুল হক বসুনিয়া বলেন, বিষয়টি জানা নেই। তবে এ ব্যাপারে বিএমডিসির আইনজীবীর সঙ্গে কথা বলবেন বলে জানান।

এমইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।