৩ হাজার ৪৪০ জন শিক্ষক নেবে প্রাথমিক শিক্ষা অধিদফতর


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৬ মে ২০১৬

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীনে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় ৩,৪৪০ জন ‘সহকারী শিক্ষক’ নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক শিক্ষা অধিদফতর
কর্মসূচির নাম: তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩)

পদের নাম: সহকারী শিক্ষক
কোটা: মুক্তিযোদ্ধা
পদসংখ্যা: ৩,৪৪০ জন
শিক্ষাগত যোগ্যতা: পুরুষরা স্নাতক/সমমান এবং মহিলারা এইচএসসি/সমমান
বেতন: প্রশিক্ষণপ্রাপ্ত ১০,২০০-২৪,৬৮০ টাকা এবং প্রশিক্ষণবিহীন ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

বয়স: ৩০ জুন ২০১৬ তারিখে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

যাদের আবেদন করার প্রয়োজন নেই: উল্লেখিত উপজেলা/থানার বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই-

dpe-gov-bd

আবেদনের নিয়ম: আগ্রহীরা http://dpe.teletalk.com.bd অথবা www.dpe.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: যেকোনো টেলিটক নম্বর থেকে ১৬৬.৫০ টাকা পাঠাতে হবে।

আবেদন শুরু: ৩০ মে ২০১৬
আবেদন শেষ: ৩০ জুন ২০১৬

সূত্র: কালের কণ্ঠ, ২৬ মে ২০১৬

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।