সোশ্যাল মিডিয়া জুড়ে মা-ছেলের সাক্ষাতের আবেগঘন ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফর করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর তিনটায় খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান।

দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারেক রহমান। মা ছেলের এই সাক্ষাতের আবেগঘন মুহূর্তের ছবি আর ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় সয়লাব। শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, গণমাধ্যম কর্মীরাও সেই মুহুর্তের ছবি ফেসবুকে শেয়ার করে নানান ক্যাপশন লিখছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর লিখেছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঙ্গে ছেলে তারেক রহমান।

গোপালগঞ্জ কাশিয়ানী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরদার মো. নুরুজ্জামান লিখেছেন, আলহামদুলিল্লাহ,
দীর্ঘ সাত বছর পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দীর্ঘদিন পর মা ছেলে ও পুত্র বধূর মিলন মেলা.....।

রামপুরা থানা যুবদল নেতা এনামুল ইসলাম লিটন ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ.. সকল প্রসংশা মহান আল্লাহর ! দীর্ঘ সাত বছর পরে মা ছেলে এক সাথে।

ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ দীর্ঘ ৭ বছর পর মা ছেলের সাক্ষাৎ।

ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার অবসান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সঙ্গে ছেলে তারেক রহমান।

সিজিটিএন এর করেসপন্ডেন্ট হোসাইন তারেক লিখেছেন, এক দুই দিন নয়। ৭ বছর মা-ছেলেকে দেখা করার সুযোগ দেয়নি বিগত শেখ হাসিনার সরকার। মা-সন্তানের এমন মুহূর্ত আমার কাছে পৃথিবীর সেরা মুহূর্ত।

বৈশাখী টিভির রিপোর্টার ফাহিম মোনায়েম লিখেছেন এই আবেগ। এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান রাজিব লিখেছেন, দীর্ঘ ৭ বছর পর মা ছেলের সাক্ষাতের আবেগঘন মুহূর্ত। কালবেলা পত্রিকার সহ-সম্পাদক আজাদ হোসেন লিখেছেন, সাত বছর পর..

ইনকিলাব পত্রিকার সিনিয়র রিপোর্টার ফারুক হোসেন লিখেছেন, ৭ বছর পর। সাংবাদিক নেতা রাশিদুল হক লিখেছেন, আলহামদুলিল্লাহ। দীপ্ত টিভি রিপোর্টার স্বস্তিকা সিংহ লিখেছেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি...।

দেশ টিভির রিপোর্টার মাইন উদ্দিন আরিফ লিখেছেন, কি অসাধারণ মুহূর্ত। ৭ বছর পর মাকে জড়িয়ে ধরার আনন্দ ছেলের হাসিতেই ফুটে উঠেছে। আল্লাহ সম্মানের মালিক।

কেএইচ/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।