মাহবুব কবীর মিলনের স্টাটাস

‘মন্ত্রণালয়ের ফাইল পুড়ে যাওয়া মানে ভয়াবহ বিপর্যয়’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৪

সচিবালয়ে অগ্নিকাণ্ডে ফাইল পুড়ে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্টাটাসের মাধ্যমে পরামর্শও দিয়েছেন তিনি।

আলোচিত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘ফাইল পুড়ে গেছে বলে আরও কত ফাইল যে গায়েব হবে তা কেউ জানে না।’

তিনি লিখেছেন, ‘একটা মন্ত্রণালয়ের ফাইল পুড়ে যাওয়া মানে ভয়াবহ বিপর্যয়। মহা বিপর্যয়। অনেক ফাইল আছে যা রি-কনস্ট্রাক্ট করা অসম্ভব। কল্পনাও করা যায় না কী পরিমাণ ক্ষতি তা।’

আরও পড়ুন

তিনি আরও লিখেছেন, ‘চাকরি জীবনের ৩০ বছর এবং এখন পর্যন্ত সচিবালয়ের ভেতরে কোনোদিন কুকুর দেখিনি। অথচ ওই বিল্ডিংয়ের ৮ তলায় পুড়ে যাওয়া মৃত কুকুর পাওয়া গেছে। হোয়াট আ মিজারেবল সিকিউরিটি!’

সবশেষে পরামর্শ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি আবার বলছি, শক্ত হোন। শক্ত হোন। কাজের গতি বাড়ান। এভাবে চললে, ষড়যন্ত্রের ধাক্কায় উড়ে যাবেন সবাই।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।