দৈনিক আমার দেশের নব অভিযানে পাঠকের প্রত্যাশা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪

দীর্ঘকাল বন্ধ থাকার পর প্রকাশিত হলো দৈনিক আমার দেশ। মাহমুদুর রহমানের সম্পাদনায় পত্রিকাটি ২২ ডিসেম্বর নতুনভাবে যাত্রা শুরু করে। ফলে পত্রিকাটি নিয়ে পাঠকমহলে আগ্রহ তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। নব অভিযান শিরোনামে নবযাত্রাকে স্বাগত জানিয়েছেন অনেকেই।

মাওলানা মিজানুর রহমান আজহারি লিখেছেন, ‘ফ্যাসিবাদের কালো-থাবায় বন্দি ‘আমার দেশ’ আজ মুক্ত। এগিয়ে চলুক নির্ভয়ে, সত্যের সন্ধানে। দুআ ও শুভ কামনা নিরন্তর।’

মাহমুদ ইয়াসিন লিখেছেন, ‘দীর্ঘ নিপীড়নের গ্লানি পেরিয়ে পাঠকপ্রিয় দৈনিক আমার দেশ আবারও প্রকাশিত হয়েছে। এটি মুক্তমত, গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার পথে এক সাহসী অগ্রযাত্রা। একজন মুক্তচিন্তার সমর্থক হিসেবে পত্রিকাটির সফলতা কামনা করি।’

রাজিয়া সুলতানা মীম লিখেছেন, ‘বহু চড়াই-উৎরাই পেরিয়ে প্রিয় আমার দেশ পত্রিকার এই শুভাগমনে উচ্ছ্বাস প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। প্রথমকালো ও দিল্লিস্টারের মুখে ঝামা ঘষে, সকল হলুদ সাংবাদিকতার টুঁটি চেপে ধরে, কলমের শক্তি দিয়ে দালালদের ল্যাং মেরে সত্য প্রকাশে আমার দেশ হয়ে উঠুক অপ্রতিরোধ্য, অপ্রতিদ্বন্দ্বী! হেড লাইনেই বাজিমাত, সাথে ডানপাশের কোণায় চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ। শুরুতেই ষোলোকলা পূর্ণ। অন্তর থেকে দুআ রইলো, ‘আমার দেশ’ সত্যিকার অর্থেই যেন আমার দেশের জন্য কল্যাণ বয়ে আনে। ফি আমানিল্লাহ।’

মাহাবুব মোরশেদ লিখেছেন, ‘যাত্রা শুরু করেছে আমার দেশ। বন্ধ থাকা অন্য সকল মিডিয়া আবারও চালু হোক। নতুন করে কোনো মিডিয়া বন্ধ না হোক। মিডিয়া হোক সত্যিকারের গণমানুষের কণ্ঠস্বর। বাক-স্বাধীনতার সর্বোচ্চ সুবিধা পাক বাংলাদেশের মিডিয়া।’

কামরুল হৃদয় লিখেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষার ‘আমার দেশ’ পাঠকের চাহিদা পূরণ এবং দেশের বিভিন্ন বিষয়ে চটকদার সংবাদ প্রকাশ করে অগ্রণী ভূমিকা রাখবে বলে দৃঢ় বিশ্বাস! শুভ কামনা ‘আমার দেশ’-এর জন্য।’

মো. মাসুদ রানা লিখেছেন, ‘গ্রামে বসে পড়ছি আমার দেশ। শহর থেকে প্রান্তিক অঞ্চল পর্যন্ত রাজত্ব হোক আমার দেশের।বাংলাদেশের ন্যারেটিভ নির্মাণ হোক। ছোট্ট পরামর্শ: কাগজ ও ছাপার মান আর একটু উন্নত হোক ইনশাআল্লাহ।’

আসাদুজ্জামান নূর লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। এক যুগ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ২২ ডিসেম্বর প্রকাশিত হয়েছে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ‘আমার দেশ’ পত্রিকা। সাংবাদিকতার মানদণ্ডে যেটি একসময় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল, সেই পত্রিকা নতুন অধ্যায়ের সূচনা করতে প্রস্তুত। আমার দেশ ও এর সম্পাদক মাহমুদুর রহমানকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।’

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।