‘ওরা কারা’ বলে কাদের বোঝালেন গোলাম মাওলা রনি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪

সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আজ ২১ ডিসেম্বর ১১টা ২২ মিনিটে এ স্ট্যাটাস দেন তিনি। লেখাটি ‘ওরা কারা’ বলে শুরু করেছেন। লেখাটি জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো—

‘‘ওরা কারা? ওরা আল্লাহ প্রদত্ত আবাবিল পাখি! আমরা যখন সাহস-শক্তি হারিয়ে বেশিরভাগ বাঙালি আকাশের পানে তাকিয়ে থাকতাম এবং আমাদের একটি অংশ যখন শুধু পালাতো, দৌড়াতো, ভয়ে কাঁপতো এবং অপর অংশটি আওয়ামী লীগের গোপন দোসর হিসেবে ওদের নিকট থেকে টাকা নিতো এবং ওদের শেখানো বুলিতে নাচতো-গাইতো এবং বিদ্রোহ বিপ্লবের অভিনয় করতো। তখন ওরা বাংলার আকাশে এসেছিল।

আমরা আল্লাহর নিকট কেঁদেছিলাম আর অলৌকিক কিছু চেয়েছিলাম। ফলে অলৌকিকভাবেই ওদের আগমন ঘটেছিল। আল্লাহ প্রদত্ত নেয়ামত সেই দুগ্ধবতী উটনির প্রতি কওমে সালেহ যেভাবে হিংসুটে হয়ে উঠেছিল এবং শেষ পর্যন্ত যেভাবে উটনিকে জবাই করে গজবের মধ্যে পড়েছিল—আমরা কি সেই দিকেই যাচ্ছি?

ওদের চলাফেরায় আমাদের চোখ টাটাচ্ছে! মনের মধ্যে হিংসে টগবগ করছে। ফলে আমরা ভাবতে পারছি না—গত ৪/৫ মাসে ওরা ঘুস খায়নি, ব্যাংক-বীমা দখল করেনি, আত্মীয়দের বড় বড় পদে বসায়নি। চাঁদাবাজি, খুন-খারাবি, ধর্ষণ, চুরি-ডাকাতি করেনি। ওরা কিছু মব জাস্টিস করেছে কিন্তু নিজেদের স্বার্থে করেনি। বুড়োদের বুদ্ধিতে করেছে নতুবা সরল বিশ্বাসে করেছে!

আমাদের কুটচালে ওরা বিপর্যস্ত! আমাদের নিষ্ঠুরতায় ওরা হতভম্ভ এবং আমরা ইতোমধ্যে ওদের অনেককে কৌশলে পচিয়েছি এবং অনেকের মনে মৃত্যু ভয় ঢুকিয়ে দিয়েছি! ফলে ওদের কেউ কেউ কাঁদছে—কেউ কেউ রেগে যাচ্ছে—বাকিরা হতাশায় ভুগছে। আর আমরা হাসছি...’’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।