বন্যার মূল সংকট দেখা যাচ্ছে এখন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪

ভয়াবহ বন্যায় বিলীন হয়ে গেছে বেঁচে থাকার সবশেষ অবলম্বন। বন্যার্ত এসব এলাকায় ছুটে এসেছিলেন উদ্ধারকারীরা। সরকারি-বেসরকারিভাবে এগিয়ে এসেছিলেন বিভিন্ন সংস্থা এবং সংগঠন। কিন্তু বর্তমানের চিত্র কিছুটা ভিন্ন। পানি নেমে যাওয়ার পর শুরু হয়েছে নতুন সংকট। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আলোকচিত্রী সাঈদ মাহমুদ নাবিল।

তিনি লিখেছেন, ‘বন্যার মূল সংকট দেখা যাচ্ছে এখন। পানি নেই কিন্তু যুক্ত হয়েছে হাহাকার, শুরু হয়েছে সংগ্রাম। ফেনী-নোয়াখালীর কাঁচা মাটির সবগুলো ঘরই প্রায় বিধ্বস্ত। যতদিন পানি ছিল; ততদিন মিডিয়া থেকে শুরু করে দেশের সবাই বন্যায় আক্রান্ত জায়গাগুলো নিয়ে কনসার্ন ছিল। কিন্তু সরেজমিনে গিয়ে মনে হচ্ছে, বন্যার সময়কালের চাইতেও পানি নামার পর মানুষের দুর্ভোগ হাজার গুণে বেড়েছে।’

এই আলোকচিত্রী লিখেছেন, ‘বাড়ি-ঘর ফেলে যারা আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন; তারা সবাই বাড়িতে ফিরে এলেও তাদের বাড়িটা ঠিক জায়গাতে আর নেই। ঘরে থেকে শুরু করে আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা কৃষকদের শেষ সম্বল ফসলটুকুরও কিছুই অবশিষ্ট নেই। মরে যাচ্ছে গাছপালা, নিস্ব হয়ে গেছে এই অঞ্চলের মাছ চাষের সাথে যুক্ত প্রত্যেকটা মানুষ। ক্রমশ খাদ্য সংকট, ক্ষুধা ও দরিদ্রতা প্রকট ভাবে চেপে ধরছে অসচ্ছল মানুষগুলোকে।’

তিনি আরও লিখেছেন, ‘বন্যায় আক্রান্ত মানুষ গুলোকে আপনারা যেভাবে ডানা মেলে ভরসা দিয়েছিলেন। একইভাবে চাইলে নিশ্চয়ই আপনারা এই মানুষগুলোকে স্বাভাবিক জীবনে ফিরতেও সহযোগিতা করতে পারেন। বিনীত অনুরোধ, এই মহা-দুর্যোগে শেষ পর্যন্ত তাদের সাথে থাকুন।’

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।