জলাবদ্ধতা নিরসনে দক্ষিণ সিটি মোটেই কাজ করেনি: মোস্তাফা-জব্বার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১২ জুলাই ২০২৪

ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের অফিস। শুক্রবার (১২ জুলাই) মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ তথ্য জানান।

ওই পোস্টে মোস্তাফা জব্বার লিখেন, ‘একটু বৃষ্টি হলেই আমার আরামবাগ অফিসে পানি ওঠে। কিন্তু আজ সেগুনবাগিচা অফিসও পানিতে ডুবে গেলো।’

তার দেওয়া ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন প্রশ্ন করে লিখেন, এটার কারণ কী হতে পারে? অপরিকল্পিত নগরী নির্মাণ, নাকি উন্নয়ন ব্যতিত নগরী? জবাবে মোস্তাফা জব্বার লিখেন, ‘পানি সরার নর্দমা বন্ধ। আরামবাগের সমস্যাটা পুরোনো। দক্ষিণ সিটি করপোরেশন মোটেই কাজ করেনি। সেগুনবাগিচা এভাবে জলমগ্ন হওয়াটা অবাক করেছে।’

জলাবদ্ধতা নিরসনে দক্ষিণ সিটি মোটেই কাজ করেনি: মোস্তাফা-জব্বার

আরেকজন সাবধান করে ওই পোস্টের মন্তব্যের ঘরে লিখেন, ‘এটা কী হলো স্যার! এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সাবধানে থাকবেন স্যার! রাসেল ভাইপার লুকিয়ে থাকতে পারে।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। এটা চলতি বর্ষা মৌসুমের স্বাভাবিক অবস্থায় রাজধানীতে এক দিনে সর্বোচ্চ বৃষ্টি। এ বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়ক তলিয়ে গেছে। অসংখ্য বাসা-বাড়ি ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে।

এমএমএ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।