ফারুকী বললেন ‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম’
দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি প্রায় সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। এ নিয়ে বহুবারই সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ ঝরেছে তার কথায়। এমনকি সিনেমাটি মুক্তির দাবিতে ১৩০ জন শিল্পী একটি বিবৃতি দিয়েছিলেন। কিন্তু তাতেও সেন্সর বোর্ডের বরফ গলেনি।
গত দু-তিনদিন ধরে সিনেমাটির মুক্তি নিয়ে আবারও সরব হয়েছেন ফারুকী। সামাজিক মাধ্যমে এরই মধ্যে এ নিয়ে একাধিক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। এ নিয়ে তিনি সবশেষ স্ট্যাটাসটি পোস্ট করেন বৃহস্পতিবার রাতে।
সেখানে ফারুকী লিখেছেন- শুধু এইটুকুই বলতে চাই, অনেক হয়েছে! এবার ক্ষান্ত দিই আসেন। শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। কারণ আমরা শাকও চিনি, লুকিয়ে থাকা মাছও চিনি।
তিনি লিখেন- আর কোনো কথা নাই। দাবি একটাই। ‘ফারাজ’ মুক্তির আগেই ‘শনিবার বিকেল’ মুক্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ফিল্মমেকার, শিল্পী, সবেচেয়ে বড় কথা আমাদের সবার আত্মমর্যাদার প্রশ্ন। এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম।
২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। তার সেই সাহসিকতা ও ত্যাগ নিয়ে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা ‘ফারাজ’। আগামী ৩ ফেব্রুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে।
অথচ একই পটভূমিতে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি সাড়ে তিন বছরের বেশি সময় ধরে সেন্সর বোর্ডে আটকে আছে।
এমকেআর