সাত বছরেও মেলেনি গ্যাস সংযোগ

‘ক্ষতি পোষাতে’ একুশে ও স্বাধীনতা পদক বেচতে চান নির্মলেন্দু গুণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ পিএম, ২৬ অক্টোবর ২০২২
কবি নির্মলেন্দু গুণ/ ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে ২০১৬ সালে বাড়ি বানান ‘একুশে পদক’ ও ‘স্বাধীনতা পুরস্কার’ প্রাপ্ত খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণ। এরপর প্রায় সাত বছর কেটে গেলেও এখন পর্যন্ত ওই বাড়িতে গ্যাস-সংযোগ পাননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন নির্মলেন্দু গুণ। ওই পোস্টে তিনি সিলিন্ডার কেনার ক্ষতি পোষাতে নিজের পদক দুটি বেচে দেওয়ার কথা ভাবছেন বলে উল্লেখ করেছেন।

জাগো নিউজের পাঠকদের জন্য কবি নির্মলেন্দু গুণের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-
‘স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক। রেল এবং বিমানের টিকিটও তাদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্তদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেওয়া যেতেই পারে। আপনারা কী বলেন?’

jagonews24

তিনি লেখেন, ‘আমি ঢাকার কামরাঙ্গীরচরে একটি তিনতলা বাড়ি বানিয়েছি ২০১৬ সালে। বিদ্যুৎ সংযোগ পেলেও আজ পর্যন্ত (অক্টোবর ২০২২) আমি বারবার চেষ্টা করেও গ্যাস সংযোগ পাইনি। ফলে খোলাবাজার থেকে চড়ামূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেওয়ার কথা ভাবছি। সরকারকে এক মাস সময় দেওয়া হলো।’

১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই প্রকাশিত হওয়ার পর জনপ্রিয়তা পান কবি নির্মলেন্দু গুণ। তাকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।

কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।