প্রত্যেকের কাছে আমার অনেক ঋণ: বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭ এএম, ০১ অক্টোবর ২০২২
ড. বেনজীর আহমেদ/ফাইল ছবি

বাংলাদেশ পুলিশে দীর্ঘ ৩৪ বছর দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন ড. বেনজীর আহমেদ। শুক্রবারই (৩০ সেপ্টেম্বর) ছিল তার পুলিশে শেষদিন।

বিকালে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পর মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। যেখানে তিনি তার সহকর্মী ও তাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের কাছে ঋণী বলে জানান।

বেনজীর আহমেদ লেখেন, চাকরির শুরুকাল থেকে আজ পর্যন্ত আমার প্রতিটি সহকর্মীর কাছ থেকে আমি যে সহযোগিতা ও সমর্থন পেয়েছি তার জন্য তাদের প্রত্যেকের কাছে আমার অনেক ঋণ।

jagonews24

পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিক বিদায় জানানো হয় বেনজীর আহমেদকে

তিনি আরও লেখেন, পড়াশোনা শেষ করে যে কর্মজীবন শুরু করেছিলাম বাংলাদেশের আইজিপি হিসেবে আজকে তার যবনিকাপাত হলো। পরম করুণাময় আল্লাহ তায়ালার ইচ্ছায় ও প্রধানমন্ত্রীর বদান্যতায় ধারাবাহিকভাবে বাংলাদেশ পুলিশের শীর্ষ তিন পদে দায়িত্বপালনের দুর্লভ সুযোগ হয়েছে।

‘প্রতিটি পদে কর্তব্যপালনের সময় আমি আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে সর্বোচ্চ মেধা, দক্ষতা, অভিজ্ঞতা, আন্তরিকতা, নিষ্ঠা, দেশপ্রেম এবং পেশার প্রতি কঠোর আনুগত্য দিয়ে, দেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি।’

বেনজীর আহমেদ আরও লেখেন, দায়িত্ব পালনকালে চেনা-অচেনা, পরিচিত-অপরিচিত দেশের সাধারণ মানুষ আমাকে যে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রদর্শন করেছেন তার কোনো প্রতিদান দেওয়ার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই।

jagonews24

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ বেনজীর আহমেদের

‘শিখেছি সবার কাছ থেকে, জ্যেষ্ঠ, সতীর্থ, অনুজ বিশেষ করে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে আজ স্মরণ করতে চাই যারা দীর্ঘ সময় ‘মেইকিং অব অ্যা বেনজীর’ এর লক্ষ্যে ব্যক্তিগতভাবে ভূমিকা রেখেছেন। সেই সঙ্গে পরিবার, শিক্ষক ও বন্ধু বান্ধবকে।’

‘আর কৃতজ্ঞতা সব সহকর্মীদের কাছে যারা আমার নির্দেশে জনগণ, দেশ ও রাষ্ট্রের নিরাপত্তা ও কল্যাণের জন্য জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কর্তব্য পালন করেছেন, অনেকে আহত হয়েছেন, কেউ কেউ শাহাদাত বরণ করেছেন।’

পুলিশের সাবেক আইজিপি আরও লেখেন, ‘দেশের মানুষের সার্বিক কল্যাণ হোক। আগামীর প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় জিতে যাক দেশ। প্রিয় মাতৃভূমিকে অভিবাদন।’

এদিকে পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

টিটি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।