মা-ছেলের সাক্ষাৎ

লন্ডনের যে দৃশ্য ছড়িয়ে পড়েছে বিশ্বময়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের স্থানীয় সময় ৮ জানুয়ারি সকাল ৯টা ৫ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এ সময় বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় তারেক রহমানকে হাস্যোজ্জ্বল দেখা যায়। মা-ছেলের এই মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে। এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হলো।

মা-ছেলের সাক্ষাতের এমন কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের জনগণও এই মিলনমেলাকে স্মৃতিময় করে রাখতে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছেন।

জব্বার আল নাঈম লিখেছেন, ‘৭ বছর ৬ মাস পর মায়ের সঙ্গে দেখা! অথচ কত কত বার মৃত্যুর দখলে চলে গিয়েছিলেন খালেদা জিয়া। ফিরে এসেছেন, দেশটাকে নতুন করে দেখবেন বলেই। পুত্রের সঙ্গে দেখা করবেন বলেই। প্রেম অমর হোক।’

কামাল হোসাইন শাহরিয়ার লিখেছেন, ‘মায়ের স্পর্শ সন্তানের পাহাড়সম দুশ্চিন্তাকেও নিমেষেই ভ্যানিশ করে দেয়। মহান আল্লাহ এক বিশেষ যত্ন দিয়েই এই মা-সন্তান সম্পর্ক নির্মিত করেছেন। মা-ছেলে সব সময় অপার্থিব রত্ন। রাজনীতির চোখে যা ধরা যায় না।’

আরও পড়ুন

খাজা মাহাদী শিকদার লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশ। মা-শাশুড়ির মিলনমেলা। পারিবারিক জীবন আসলেই সুন্দর।’

সোহরাব মেহেদী লিখেছেন, ‘আমি গ্রামে গেলে বা আম্মু ঢাকায় এলে আমার প্রথম কাজই হলো আম্মুকে জড়িয়ে ধরা। মায়ের চেনা সুবাসে হৃদয় শীতল হয়, মন ভরে যায়। এমন অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না। তাঁদেরও এমনই অনুভব হচ্ছে আজ। এই সাক্ষাৎ যে বহু প্রতীক্ষার, বহু দিনের।’

খালিদ সাইফুল্লাহ লিখেছেন, ‘দোয়া করি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। যাদের নেতৃত্বের ফলে তিনি মুক্তি ও চিকিৎসার ব্যবস্থা পেলেন; তাদের শত্রু না ভেবে কৃতজ্ঞতা জানাবেন। নেতাকর্মীরা সেই প্রত্যাশা করি।’

আফফান মিতুল লিখেছেন, ‘এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছুই হতে পারে না। মা-ছেলের দেখা হলো ৭ বছর পর।’

মো. নাজমুল হোসাইন লিখেছেন, ‘আবেগঘন পরিবেশ। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক মা-সন্তানের। অথচ সেই ভালোবাসা ও নাড়ির সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল ‘রাজনৈতিক কাঁটাতার’। ১৫ জুলাই ২০১৭ থেকে ৮ জানুয়ারি ২০২৪; প্রায় সাড়ে সাত বছর পর মা-ছেলের দেখা। আবেগাপ্লুত ছিলেন দুজনই। এয়ারপোর্টে এসে খালেদা জিয়াকে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান। সঙ্গে ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করার কথা রয়েছে লন্ডন ক্লিনিকে। এর জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।