শীতের দাপট সোশ্যাল মিডিয়ায়
খ্রিষ্টীয় নতুন বছরের শুরুতেই বেড়েছে শীতের দাপট। বাংলা মাসের হিসেবে আজ ১৮ পৌষ, শৈত্যপ্রবাহ থাকতে পারে এ মাসের শেষার্ধজুড়ে। পাশাপাশি চলতি জানুয়ারি মাসে শীত তীব্র হওয়ার সম্ভাবনা বেশি। ফলে দেশজুড়ে চলছে শীতের দাপট।
শীতের সেই দাপট পৌঁছে গেছে এবার সোশ্যাল মিডিয়ায়ও। নেটিজেনরা বিভিন্ন রকম স্টাটাসের মাধ্যমে জানাচ্ছেন অনুভূতি।
রিক্তা রিচি লিখেছেন, ‘যারা বলছিলেন শীত নাই, শীত পড়ে না, এখন তারা কোথায়?’
নূর ইসলাম শাহীন লিখেছেন, ‘টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারলে এই ওয়েদারেও অফিসে যায়।’
এসকে শাহীন আলম লিখেছেন, ‘শিবচরে আজকে সারাদিনেও দেখা মেলেনি সূর্যের আলো। চারদিকে কুয়াশায় আচ্ছন্ন।’
মোহাম্মদ রায়হান লিখেছেন, ‘রাজধানীতে তীব্র শীত, সূর্যের দেখা মেলেনি সারাদিন।’
নাঈম হাসান লিখেছেন, ‘ধানের শীষে শিশির বিন্দু, শীতকালীন গ্রামবাংলার সবচেয়ে সুন্দর রূপ!’
মাসুদুর রহমান তরুণ লিখেছেন, ‘ফরিদপুরে আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।’
আব্দুল্লাহ আল জোবায়ের লিখেছেন, ‘সামান্য টাকার জন্য মানুষ কত ডেস্পারেট, এই শীতেও অফিস করে!’
সরদার মুহিব লিখেছেন, ‘যে হারে শীত বাড়তেছে, মনে হচ্ছে; আগেই ভালো ছিলাম...’
এসইউ/জেআইএম