সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের শুভেচ্ছা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০১ জানুয়ারি ২০২৫

বিদায় নিয়েছে ২০২৪ সাল। এসেছে খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫। এই নতুন বছর বরণ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা। বিগত সালের সমস্ত গ্লানি ভুলে প্রত্যাশার বার্তা পৌঁছে দিচ্ছেন তারা।

বুলবুল মণ্ডল লিখেছেন, ‘থাকবে না, থাকবে না, ২০২৪ আর থাকবে না! সবাইকে জানাই ২০২৫ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।’

পলাশ মাহবুব লিখেছেন, ‘ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। সবার জন্য মঙ্গল বয়ে আনুক ২০২৫।’

কুয়েত প্রবাসী শাহীন আলম লিখেছেন, ‘দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ২০২৫।’

রুশ্নি আরা লিখেছেন, ‘ভেবে দেখলাম দীর্ঘদিন ধরে আমি এই পৃথিবীতে বসবাস করছি অন্যান্য জীবজন্তু, প্রাণীর সাথে। একটা পিঁপড়ের জীবন আর আমার জীবনের মধ্যে কি কোনো মেজর পার্থক্য আছে? শুভ ২০২৫।’

সুদীপ্ত সাঈদ খান লিখেছেন, ‘বিশ্বের ৮০৯ কোটি মানুষকে নতুন খ্রিষ্টাব্দের শুভেচ্ছা...।’

নকিব মুকশি লিখেছেন, ‘দুর্যোগ পেরিয়ে, দাঁতের অন্ধকার পেরিয়ে নতুন বছরে সবাইকে ভালোবাসা ও নতুন বছরের শুভেচ্ছা। আসেন, সম্প্রীতি নষ্ট না করি, যতই মতভেদ থাকুক, ভালোবাসার সম্পর্কগুলো থাকুক।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।