সোশ্যাল মিডিয়ায় কুকুরের জন্য মানবিক আহ্বান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২২ নভেম্বর ২০২৪

স্বামী বিবেকানন্দ বলেছেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।’ জীবের প্রতি দয়া মানুষের একটি মহৎ গুণ। যুগ যুগ ধরে যার অসংখ্য উদাহরণ রয়েছে। বাস্তবে কিংবা গল্প-কবিতায় উঠে এসেছে বার বার।

‘মানবিক হোক পৃথিবী’ এমনই ধারণা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি লেখা। কুকুরের জন্য এমন মানবিক আহ্বান নিয়ে সবারই আগ্রহ বিরাজ করছে।

সাদা একটি বোর্ডে লেখা রয়েছে, ‘কোথাও মা কুকুর দেখলে একটা চটের বস্তা দিয়েন। এখন ওদের বাচ্চা দেবার সিজন। আপনার দেওয়া বস্তায় বাচ্চাগুলো শীতে কম কষ্ট পাবে। পৃথিবী শুধু মানুষের জন্য না।’

লেখাটি অনেকেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে। মানুষের টাইমলাইনে কুকুরের জন্য এমন মানবিক আবেদন নিয়ে তাদের আগ্রহ চোখে পড়ার মতো।

জানা যায়, কুকুরের সাধারণ প্রবণতা হচ্ছে, বছরে দুইবার বাচ্চা দেয়। তবে আমাদের দেশে অধিকাংশ কুকুর বছরে একবারই বাচ্চা দেয়। জুন-আগস্ট মাস এরা প্রজননে যায়।

একটি কুকুর একটানা সর্বোচ্চ ৯ দিন পর্যন্ত এ প্রবণতা ধারণ করে। এর মধ্যে গর্ভবতী হয়ে পড়ে। সর্বোচ্চ ৬৩ দিন পর বাচ্চা দেয়। তবে সম্প্রতি দেখা যাচ্ছে, সেপ্টেম্বর-অক্টোবর মাসেও প্রজননে লিপ্ত হচ্ছে। বছরের বিভিন্ন সময়ে বাচ্চা দিচ্ছে।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।