ফরহাদ মজহারকে নিয়ে যা লিখেছেন গোলাম মাওলা রনি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৪

কবি ও চিন্তক ফরহাদ মজহারকে নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আজ ৭ সেপ্টেম্বর ১২টা ১৬ মিনিটে এই স্ট্যাটাস দেন তিনি। যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

তিনি লিখেছেন, ‘কবি ফরহাদ মজহারের কথা যতই শুনছি; ততই অবাক হচ্ছি! দলদাস, বিবেক বুদ্ধি বন্ধক রাখা এবং বুদ্ধির বেসাতি করা অসংখ্য মানুষের ভিড়ে একজন সাহসী ফরহাদ মাজহার যে এখনো বাংলাদেশে আছেন, তা ভেবে বাংলাদেশের মাটি মানুষকে নিয়ে আশাবাদী হয়ে উঠি!’

ফরহাদ মজহারকে নিয়ে যা লিখেছেন গোলাম মাওলা রনি

গোলাম মাওলা রনি লিখেছেন, ‘আমি তাঁর অনেক মতের সঙ্গে একমত নই। অনেক মতের বিরোধিতা করি। কিন্তু তাঁর চিন্তার ভিন্নতা, সাহস এবং কথা বলার শক্তিকে সম্মান করি!’

তিনি আরও লিখেছেন, ‘তাঁকে যারা দলদাস ভেবেছিলেন এবং তাঁর বুদ্ধিকে ক্রয় করা যায় বলে ভেবেছিলেন; তিনি তাদের সবার মুখে চুনকালি মেখে যেভাবে গর্জে উঠেছেন, তাতে অনেকের লুঙ্গি খুলে যাবার আশঙ্কা তৈরি হয়েছে!’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।