মাহবুব কবীর মিলন

সব অর্থ ব্যাংকিং চ্যানেলে পাঠান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৯ আগস্ট ২০২৪

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থেকেই অবসরে যান আলোচিত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। বিভিন্ন সময় তিনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলেন। ২৮ আগস্ট তিনি একটি পোস্ট করেছেন প্রবাসীদের নিয়ে। তিনি প্রবাসী ভাইদের সব অর্থ ব্যাংকিং চ্যানেলে পাঠানোর আহ্বান জানিয়েছেন।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘প্রবাসী ভাইয়েরা, আপনারা যখন প্রথম বিদেশ যান, তখন এয়ারপোর্টে আপনাদের দেশ ছেড়ে যাবার দুঃখ, কষ্ট আর যন্ত্রণা ক্লিষ্ট মুখ কিন্তু আমরা ভুলিনি। মনে আছে? দলে দলে লাইন দিয়ে বোর্ডিং কার্ড নেওয়া, ইমিগ্রেশন করে বসে থাকা। তারপর সবাই মিলে আবার লাইন দিয়ে সিকিউরিটি চেক ইন করে প্লেনে বসা এবং অবশেষে অনিশ্চিতের পথে যাত্রা।’

প্রবাসীদের অবহলোর কথা উল্লেখ করে মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘এরপর আপনারা হয়ে গেলেন আমাদের অর্থনীতির চাকা, মেরুদণ্ড। এতদিন যাওয়া আর আসার সময় এয়ারপোর্টে আপনারা ছিলেন অবহেলিত।’

সব অর্থ ব্যাংকিং চ্যানেলে পাঠান

তিনি আশ্বাস দিয়ে লিখেছেন, ‘এবার আপনাদের জন্য করা হচ্ছে স্পেশাল সব ব্যবস্থা ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক দোয়া।’

সাবেক এই অতিরিক্ত সচিব লিখেছেন, ‘এখন আমাদের দেশ মেরামতের কাজ চলছে। আপনারা আমাদের হৃৎপিণ্ডে রক্তপ্রবাহের কাজটি সচল রাখুন। আমাদের উঠতে হবে আকাশে।’

সবশেষে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা সব অর্থ ব্যাংকিং চ্যানেলে পাঠান। এটাই দেশপ্রেমের আসল সময়।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।