মাহবুব কবীর মিলনের স্টাটাস

‘দুর্নীতি দূর করতে চেয়ে কেন শাস্তি পেয়েছিলাম’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ১৬ আগস্ট ২০২৪

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থেকেই অবসরে যান আলোচিত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। ২০২১ সালের ১৪ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হয়।

সেই সময়ের অবসরের কারণ সম্পর্কে আজ ১৬ আগস্ট ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো—

‘চেতনা ধারণ করি বলেই বলেছিলাম, আমাকে ১০ জন সৎ কর্মকর্তা দেয়া হলে অনেকাংশে দুর্নীতি দূর করতে পারব বা সম্ভব। পূর্ণ স্বাধীনতা দেয়া হলে সেটা যে কেউ পারবে।

সেটা করার সহস তো পেলেন না, উল্টো শাস্তি দিলেন ৪টি। এমনকি একটি পোস্টিং না দিয়েই ওএসডি অবস্থায় চাকরি থেকে বিদায় দিলেন।

‘দুর্নীতি দূর করতে চেয়ে কেন শাস্তি পেয়েছিলাম’

সেই আপনি অবশেষে হাসতে হাসতে স্বীকার করলেন আপনার পিওনও ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না।

আরও পড়ুন

তাহলে আপনার চাপরাশি, সুইপার, মালি থেকে শুরু করে আপনার সকল কর্মকর্তা কত টাকার মালিক! আপনার বিল্ডিংয়ের ইট, সুরকি, বালু, পাথর, চুনকাম কত টাকার মালিক!

নীতি নৈতিকতার প্রশ্নে আপনার এই স্বীকারোক্তির ফলে স্বপদে থাকার অবস্থান সাথে সাথেই হারিয়েছেন আপনি।

এখন আমি বুঝি দুর্নীতি দূর করতে চেয়ে কেন শাস্তি পেয়েছিলাম। আপনার আকাশ-বাতাস, আসমান-জমিন ছিল দুর্নীতিগ্রস্ত।

চেতনা ব্যবসায়ীদের মুখে চেতনার বুলি শোভা পায় না। পতন হয়েছে এই দুর্নীতি আর অপশাসনের কারণেই।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।