মিলারের ব্যাটে ছক্কা নাকি ক্যাচ আউট?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ৩০ জুন ২০২৪

টি২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ৭ রানে জয় পেয়েছে ভারত। জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে দক্ষিণ আফ্রিকার। তবে ম্যাচের একটি ক্যাচ আউট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এটি আউট না দিলে জিতে যেতে পারতো দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের ক্যাচটি বাউন্ডারি লাইনে ধরে ফেলেন সূর্যকুমার যাদব। অনেকেই দাবি করছেন, বাউন্ডারি লাইনে পা পড়েছিল তার।

ফলে খেলা শেষ হওয়ার পর থেকেই বাংলাদেশের দর্শক ও দক্ষিণ আফ্রিকার সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ আইসিসিকে দোষারোপ করছেন। কেউ আম্পায়ের পক্ষপাতিত্বের অভিযোগ আনছেন। এ ম্যাচের পর নিজের হতাশার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম। তবে একই সঙ্গে দল নিয়ে গর্বিত বলেও জানান তিনি।

সৈয়দ আল হাসান শিমুল লিখেছেন, ‘ক্লাসেনের বুম বুম ব্যাটিং ম্যাচটা সহজ করে দিয়েছিল। তবে মিলারের এই দুর্দান্ত ক্যাচ ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ক্যাচটা নিয়ে বিতর্ক চলছে। ক্যামেরাতেও ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সেভাবে দেখানো হয়নি। বাউন্ডারি লাইন সরে গিয়েছিল, তা বোঝাই যাচ্ছে। তবে ক্রিকেটের নিয়ম বলছে, সরে গেলেও লাইন যেখানে থাকবে বাউন্ডারি সেখানেই। আপনার কি বক্তব্য, ছক্কা নাকি আউট?’

এমডি মোনা লিখেছেন, ‘ডেভিড মিলারের ক্যাচ আউট নিয়ে বিতর্ক এবং আক্সার পাটেলের ১ ওভারে ২৪ রান নেওয়ার পর হঠাৎ করে ৭ মিনিটের বিরতি, এটা নিয়েও চলছে বিতর্ক।’

আরও পড়ুন

সাদমান সাদী লিখেছেন, ‘মিলারের আউট নিয়ে ধোঁয়াশা আছে। ক্যাচ ধরার সময় ফিল্ডারের পায়ের পজিশন ফ্রন্ট ক্যামেরায় চেক না করায় এই জয় নিয়ে যথেষ্ট বিতর্ক থাকবে। কেউ কেউ বলে কমিটির টিম বলে কথা!’

জামিল উদ্দিন লিখেছেন, ‘গতকাল টি২০ বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলারের ক্যাচ নিয়ে বিতর্ক, ওটা কি আউট নাকি ছয়?’

জাকির হোসাইন লিখেছেন, ‘যোগ্য দল হিসেবেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ নেই কিন্তু মিলারের আউট নিয়ে ধোঁয়াশা আছে। ক্যাচ ধরার সময় ফিল্ডারের পায়ের পজিশন ফ্রন্ট ক্যামেরায় চেক না করায় এই জয় নিয়ে যথেষ্ট বিতর্ক থাকবে।’

মো. মোজাম্মেল হক লিখেছেন, ‘ম্যাচের এমন ক্রুশাল মোমেন্টে ম্যাচ ডিসাইসিভ এই ক্যাচটি চারপাশের অ্যাঙ্গেল থেকে না দেখেই তড়িঘড়ি করে আউট দিয়ে দেওয়া হলো। যেভাবেই হোক, কমিটির টিমকে জেতাতেই হবে। আইসিসির ইন্ডিয়া প্রীতি আর কন্সপারেসি থিওরিতে আবদ্ধ নেই।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।