টাইগাররা জিতলে জিতে যায় সমগ্র বাংলাদেশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৮ জুন ২০২৪

চলছে টি২০ ক্রিকেট বিশ্বকাপ। শুরুর ম্যাচেই হৃৎস্পন্দন বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। সহজ লক্ষ্য তাড়া করতে গিয়েও হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। তবে সবশেষে শঙ্কা উড়িয়ে জয় নিয়েই ফিরেছে বাংলাদেশের টাইগাররা। ৬ বল হাতে রেখে লঙ্কানদের ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা।

বাংলাদেশ দলের এই জয়ে অনেকদিন পর উচ্ছ্বাসের দেখা পেলো সমগ্র বাংলাদেশ। সেই আনন্দে তারা সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানাচ্ছেন ক্রিকেটারদের। শুভ কামনা জানাচ্ছেন পরবর্তী ম্যাচগুলোর জন্য। কেউ কেউ রসিকতাও করেছেন। হতাশার চিত্রও ফুটে উঠেছে অনেকের পোস্টে।

স্বপঞ্জয় চৌধুরী লিখেছেন, ‘চিম্বুক পাহাড়ের চূড়ায় বসে বাংলাদেশ টিমের জন্য দোয়া করেছি। তাই বাংলাদেশ জয়ী হয়েছে। নারায়ে তাকবির। জয় বাংলা। জয় বাংলাদেশ ক্রিকেট টিম।’

সৌম্য সালেক লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ টিম! তবে ১২৫ রানের ম্যাচটা নিয়ে ব্যাটাররা যা করল, হতাশাজনক!’

সৈয়দুল মোস্তফা লিখেছেন, ‘মায়ের দোয়া ক্রিকেট কোন রকমে জিতছে। ধন্যবাদ লিটন, হৃদয় এবং অভিজ্ঞ রিয়াদ ভাই। বোলিং ডিপার্টমেন্ট সব সময় ভালো খেলে বাংলাদেশ। শুভ কামনা পরবর্তী ম্যাচগুলোর জন্য।’

আরও পড়ুন

সরদার মুহিব লিখেছেন, ‘সবাই ব্যাটিং করেছে, শুধু মুস্তাফিজকে ব্যাটিং করতে দেওয়া হয় নাই। এটা অন্যায়। আমি হলে গ্যাঞ্জাম বাঁধিয়ে দিতাম সিওর।’

জে আই মোহসান লিখেছেন, ‘দাড়ি পেকেছে, অভিজ্ঞতা বেড়েছে, বাংলাদেশকে জেতানোর নায়ক আবারও মাহমুদুল্লাহ।’

তৌহিদুজ্জামান তন্ময় লিখেছেন, ‘এ জয়ের পুরো কৃতিত্ব বোলারদের। এরপর তৌহিদ হৃদয় আর মাহমুদউল্লাহর। টপ অর্ডার ব্যাটসম্যানদের লজ্জা কবে হবে?’

স্বাধীন খসরু লিখেছেন, ‘Bangladesh beat Sri Lanka by two wickets (6 balls left)। জয় আমাদের... আমরা জিতেছি! ৬ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে দুই উইকেট হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের উৎসবের সূচনা! পাদটীকা: আপাতত সাকিব আল হাসান, শূন্য সরকার আর পাপন সাহেবের ক্রিকেট থেকে অবসর নেওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গলজনক। জয় আসবেই...।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।