‘কোম্পানির বিরুদ্ধে শতকোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা উচিত’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ১৫ আগস্ট ২০২২

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন- রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদদীন সড়কের আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে

এ ঘটনায় কনস্ট্রাকশন কোম্পানির সুস্পষ্ট অবহেলাকে দায়ী করেছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেছেন, ‘কীভাবে শোক প্রকাশ করবো বুঝতে পারছি না। এতে মৃত্যুবরণকারী দুর্ভাগাদের আল্লাহপাক জান্নাতবাসী করুন। যে ক্রেনটি গার্ডারের ভারে উল্টে গার্ডার গিয়ে সরাসরি গাড়ির উপর পড়েছে, জানি না এই ক্রেনের সেই গার্ডার তোলার ক্ষমতা রয়েছে কিনা। ক্রেনটি দেখে তো ভাঙাড়ি ক্রেনের মতোই মনে হচ্ছে।

কনস্ট্রাকশন কোম্পানির সুস্পষ্ট অবহেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা (হত্যা) ঘটেছে, তা বলার অবকাশ রাখে না।

কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা এবং শতকোটি টাকার ক্ষতিপূরণ মামলা করা উচিত।’

বিএ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।