‘বেঁচে থাকলে ২৫-এ পা দিতো ভাইয়া’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২২
আবরারের সঙ্গে সেলফিতে তার ছোট ভাই ফাইয়াজ। ছবি: সংগৃহীত

আবরার ফাইয়াজ

আজ ১২ ফেব্রুয়ারি ২০২২। ভাইয়ার (আবরার) ২৪তম জন্মদিন। বেঁচে থাকলে আজ ২৫-এ পা দিতো। কিন্তু ২ বছর ৪ মাস হলো ভাইয়া আর নেই আমাদের মাঝে।

আমি কখনো দেখিনি আমাদের বাসায় ভাইয়ার জন্মদিন সেভাবে পালন করা হয়েছে। আব্বু থাকতো না, আম্মু একাই আমাদের নিয়ে থাকতো, কিছু স্পেশাল রান্না করতো আর এতেই দিনটা চলে যেত।

ভাইয়াকে হয়তো দু-একবার উইশ করেছি, এর বেশি আর কিছু না। কিন্তু এখন এই দিনটাকে ঘিরে যে তীব্র শুন্যতা অনুভব হয়, সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না।

বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। ২ মাস আগে রায়ও হয়েছে। আসামিরা আপিল করেছে। কিন্তু এ দেশের উচ্চ আদালতে মামলার গতিপ্রকৃতি যে কেমন হবে, সেটা শুধু আল্লাহই জানেন।

কেউ হয়তো একদম ভুলে যাবে না ভাইয়াকে। কিন্তু নিজের জীবনের ব্যস্ততায় যে কোনো কিছুই একসময় মনের গভীরে চাপা পড়ে যায়, যাবে। মাঝেমধ্যে অনেককে বড় ভাইদের সাথে দেখে মনে হয়, হায় রে! আমারো তো একটা ভাই ছিলো, কিন্তু সে আজ কোথায়!

আর আম্মু-আব্বুর মনের অবস্থা কী, আল্লাহই ভালো জানেন। বাকিটা জীবন ভাইয়ার স্মৃতি মনের মধ্যে আগলে রাখা আর আল্লাহর কাছে ওর জন্য দোয়া করতেই হয়তো কাটবে তাদের। অবশ্য আর কিছু করারও নেই...। আপনারাও দোয়া করবেন ভাইয়ার জন্য।

এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।