আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভির ৪র্থ


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৯ মে ২০১৬

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ‘দৃষ্টিপ্রতিবন্ধী হিফজ’ ক্যাটাগরিতে ৪র্থ স্থান লাভ করেছেন। এ প্রতিযোগিতার শিরোনাম ছিল ‘এক গ্রন্থ, এক উম্মাহ’। এবারের প্রতিযোগিতায় দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজে কুরআনদের জন্য আলাদা গ্রুপ রাখা হয়।

ইরানের ‘আওকাফ ও জনকল্যাণ মন্ত্রণালয়’-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ৭৫ দেশের ১৩০ জন কারি ও হাফেজ অংশ গ্রহণ করেন। যা গত ১১ মে শুরু হয়ে ১৭ মে দিবাগত রাতে শেষ হয়।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ তানভির ২০১২ সালে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৭৩ দেশের প্রতিযোগিদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।