দুনিয়ায় প্রবর্তিত প্রথম কাজগুলো জেনে নিন


প্রকাশিত: ০৬:০১ এএম, ১৮ মে ২০১৬

আল্লাহ তাআলা কুরআনুল কারিমে হজরত ইবরাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। তিনি মুসলিম জাতির জন্য সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কিছু কাজের প্রবর্তন করেছেন। যা এখনো মুসলিম উম্মাহর জন্য আবশ্যক করণীয় হয়ে আছে।

সহিহ হাদিসের বিখ্যাত গ্রন্থ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মুয়াত্তাসহ অনেক হাদিস গ্রন্থে হজরত ইবরাহিম আলাইহিস সালাম কর্তৃক প্রবর্তিত এ কাজগুলোর কথা উল্লেখ হয়েছে। যা তুলে ধরা হলো-
>> সর্বপ্রথম খৎনার প্রচলনকারী;
>> অতিথির সেবাকারী। অর্থাৎ মেহমানদারী;
>> নখ (হাত ও পায়ের) কর্তনের প্রচলনকারী;
>> গোঁফ ছাঁটার নিয়ম প্রবর্তনকারী;
>> সর্ব প্রথম মিম্বারের ওপর ভাষণ দানকারী;
>> দূত প্রেরণকারী;
>> তরবারি পরিচালনাকারী;
>> মিসওয়াককারী;
>> পানি দ্বারা শৌচ ক্রিয়া সম্পাদনকারী এবং
>> পায়জামা পরিধানকারী। (মুয়াত্তা মালিক)

উপরোক্ত কাজগুলো আল্লাহ তাআলার অত্যাধিক পছন্দনীয় কাজ। তাছাড়া এ কাজগুলো অধিকাংশই উম্মাতে মুহাম্মাদির জন্য সুন্নাতও বটে। আল্লাহ তাআলা এ কাজগুলো ক্ষেত্র বিশেষ যথাযথ নিয়মে পালন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।