কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে কারি তাওহিদ ও শামসুন্নাহার মালয়েশিয়ায়


প্রকাশিত: ০৫:১৯ এএম, ০৪ মে ২০১৬

‘ঐক্য : জাতীর উন্নয়নের মূল চাবিকাঠি’ শীর্ষক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে। বিশ্বের ৬৯টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে হিফজ ও ক্বিরাত বিভাগে হচ্ছে এ প্রতিযোগিতা। এতে অংশ  নিয়েছেন বাংলাদেশের কারি তাওহিদ বিন আলি লাহোরি এবং কারি শামসুন্নাহার সিদ্দিকা।

কুরআন প্রতিযোগিতার ৫৮তম আসরে বিভিন্নে দেশের কূটনীতিকদের অংশগ্রহণে এ অনুষ্ঠান উদ্বোধন করে মালয়েশিয়ার রাজা আবদুল হালিম মোয়াজ্জাম শাহ। মালয়েশিয়ার ‘আওকাফ ও ইসলামিক অ্যাফেয়ার্স’ মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করে।

নারী ও পুরুষদের আলাদা আলাদা অংশ গ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পুরুষ গ্রুপে প্রতিনিধিত্ব করছেন কারি তাওহিদ বিন আলি লাহোরি এবং নারী গ্রুপে প্রতিনিধিত্ব করছেন কারি শামসুন্নাহার সিদ্দিকা। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর দ্বীনি দাওয়া এবং সংস্কৃতি বিভাগ কর্তৃক প্রতিযোগিতায় তারা নির্বাচিত হন।

গত ২ মে থেকে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। যা চলবে আগামী ৭ মে পর্যন্ত। এ প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছে, মিসর, সৌদি আরব, কাতার, লেবানন, জর্ডান, ইন্দোনেশিয়াসহ মালয়েশিয়ার বিখ্যাত কারিগণ। আগামী ৮ মে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।

কারি তাওহিদ বিন আলি লাহোরি এবং কারি শামসুন্নাহার সিদ্দিকার জন্য রইলো শুভ কামনা।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।