নারীদের ক্ষমা-প্রার্থনার গুরুত্ব


প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১০ এপ্রিল ২০১৬

ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা নারী-পুরুষ সবার জন্যই সমধিক প্রযোজ্য। কারণ মানুষ ভুল করবে, অন্যায় করবে, শয়তানের ধোঁকায় পড়ে গোনাহে লিপ্ত হবে। আবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তাই নারী-পুরুষ সবার জন্য গোনাহ থেকে মুক্তি পেতে ইস্তেগফার অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদেরকে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করার জন্য তাগিদ দিয়েছেন। যার কারণ বর্ণনায় তিনি বলেন-

Istegfar

নারীদের জন্য ইস্তেগফার করা অত্যন্ত জরুরি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নারীদের কাছে এসে বললেন, ‘হে নারীগণ! তোমরা সাদকা কর, বেশি বেশি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা কর। কারণ তোমাদের অধিকাংশকেই আমি জাহান্নামের অধিবাসী দেখেছি।

তাদের মধ্য থেকে বাকপটু এক নারী বলে উঠলো- হে আল্লাহর রাসুল! আমাদের অধিকাংশ জাহান্নামি হওয়ার কারণ কি? তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমরা বেশি লানত (অভিষম্পাত) কর এবং স্বামীদের নাশুকরি কর। (মুসলিম)

সুতরাং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অনুযায়ী, নারীদের জন্য দান-খয়রাতের পাশাপাশি ইস্তেগফার করা জরুরি। এবং মানুষের প্রতি লানত প্রদান এবং স্বামীদের আনুগত্য করা জরুরি। আল্লাহ তাআলা নারীদেরকেসহ সমগ্র মুসলিম উম্মাহকে দান-খয়রাত ও ইস্তেগফার করার তাওফিক দান করুন এবং অন্যায় কাজ থেকে ফিরে থেকে কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন-যাপন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।