হাঁচি সম্পর্কিত দোয়া


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৪ এপ্রিল ২০১৬

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের কল্যাণে অনেক দোয়া ও আমলের তাগিদ দিয়েছেন। যাতে রয়েছে মানুষের জন্য অনেক উপকারিতা। হাদিসে হাঁচি সম্পর্কিত দোয়াগুলো তুলে ধরা হলো-

হাঁচি দিয়ে বলতে হয়-
اَلْحَمْدُ لِله
উচ্চারণ : আলহামদুলিল্লাহ
অর্থ : সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য।

কোনো ব্যক্তি হাঁচি দাতার ‘আলহামদুল্লিাহ’ শুনলে বলবে-
يَرْحَمُكَ اللهِ
উচ্চারণ : ইয়ারহামুকাল্লাহ
অর্থ : আল্লাহ আপনার উপর রহম (করুণা) করুন।

অতপর হাঁচি দাতা বলবে-
يَهْدِكُمُ اللهُ يُصْلِحُ بَالَكُمْ
উচ্চারণ : ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহু বালাকুম।
অর্থ আল্লাহ তোমাকে হিদায়াত দান করুন এবং তোমার অবস্থা সঠিক রাখুন। (বুখারি, মিশকাত)

সতর্কতা-
হাঁচি দেয়ার সময় অবশ্যই রুমাল বা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখ জরুরি। সম্ভব না হলে অন্তত হাত দ্বারা মুখে আবরণ করা। (তিরমিজি, আবু দাউদ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাঁচি সম্পর্কিত দোয়াগুলোর আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।