ভালো কাজের বিনিময়ে দোয়া


প্রকাশিত: ১১:০২ এএম, ০৩ এপ্রিল ২০১৬

মানুষ সামাজিক জীব। চলার পথে একে অপরের সাহায্য-সহযোগিতার প্রয়োজন। সাহায্য-সহযোগিতা শুধুমাত্র আর্থিক দান-অনুদানই নয়। বরং মানুষের জীবনের যে কোনো কাজের সহযোগিতায়ই এ ভালো কাজের মধ্যে গণ্য। তাই কোনো ব্যক্তি যদি কারো কোনো উপকার করে, তাঁর জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা প্রত্যেক মানুষের উচিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উম্মাতে মুসলিমার জন্য প্রত্যেক ভালো কাজের বিনিময়ে দোয়া শিখিয়ে দিয়েছেন। যা তুলে ধরা হলো-

Doa

উচ্চারণ : ঝাযা-কাল্লা-হু খাইরান। (তিরমিজি)
অর্থ : আল্লাহ তাআলা আপনাকে (কাজের) উত্তম বদলা দান করুন।

সুতরাং চলা-ফেরা, ওঠা-বসা, চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য তথা মানুষের সার্বিক কাজে এ দোয়া করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভালো কাজে পরস্পরের প্রতি কল্যাণ কামনা করে হাদিসের আমল করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।