যে চেষ্টা করে সে পায়


প্রকাশিত: ১০:০২ এএম, ২১ মার্চ ২০১৬

প্রবাদ আছে, ‘যে চেষ্টা করে সে পায়।’ এ পাওয়া দুনিয়াবি হতে পারে আবার দুনিয়া ও আখিরাত উভয় স্থানের জন্য কার্যকরী হতে পারে। তা কার্যকর হবে ধৈর্য ধারণ করার মাধ্যমে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মানুষ যা চায় বা কামনা করে আল্লাহ তাআলা তাঁকে তা দিয়ে থাকেন। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম চাওয়া এবং পাওয়া হলো ধৈর্য। এ সম্পর্কিত হাদিসটি তুলে ধরা হলো-
Hadith-Inner
হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আনসারদের কতিপয় ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাহায্য চাইলো। তিনি তাদেরকে সাহায্য দিলেন।

তাঁরা আবার সাহায্য চাইলো। তিনি (আল্লাহর রাসুল) আবারও দান করলেন। এমনকি তাঁর নিকট যা কিছু ছিল, তা সবই নিঃশেষ হয়ে গেলো।

এভাবে হাতের সবকিছু দান করার তিনি লোকদেরকে বললেন, আমার কাছে যে ধন-মাল আসে তা আমি তোমাদেরকে না দিয়ে সঞ্চয় করে রাখি না।
জেনে রেখো!
যে ব্যক্তি পবিত্র হতে চায়, আল্লাহ তাকে পবিত্রই রাখেন।
যে ব্যক্তি কারো মুখাপেক্ষী হতে চায় না, আল্লাহ তাকে সাবলম্বী করে তোলেন।
যে ব্যক্তি ধৈর্য অবলম্বন করতে চায়, আল্লাহ তাকে ধৈর্যশীলতা দান করেন।
ধৈর্যের চাইতে উত্তম ও প্রশস্ত আর কোনো জিনিস কাউকে দেয়া হয়নি। (বুখারি ও মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর অনেক পরীক্ষা নিবেন। যারা ধৈর্যশীল, শুধুমাত্র তারাই আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।