দোয়া কবুলের উপাদান


প্রকাশিত: ১১:৩২ এএম, ১৯ মার্চ ২০১৬

মানুষ আল্লাহ তাআলার কাছে আশ্রয় লাভের দোয়া করে। তা হতে পারে দুনিয়ার উদ্দেশ্যে বা আখিরাতের উদ্দেশ্যে। কিন্তু এ দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুলের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ উপাদান। যা ব্যতিত দোয়া করলে দোয়া আল্লাহ তআলার দরবারে কবুল হবে না। তাই সবাইকে দোয়া কবুলের উপাদান সম্পর্কে জেনে নেয়া আবশ্যক। এখানে দোয়া কবুলের উপাদান সম্পর্কিত একটি হাদিস তুলে ধরা হলো-
Doar-Upadan-Inner
হজরত ফাদালাহ ইবনে উবাইদ হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে নামাজের মধ্যখানে দোয়া করতে শুনলেন, কিন্তু সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরূদ পাঠ করেননি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এ ব্যক্তি তাড়াহুড়া করছে।

তারপর তিনি তাঁকে (ঐ ব্যক্তিকে) ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, তোমাদের কেউ (সালাত) নামাজ আদায় করলে সে যেন আল্লাহর প্রশংসা ও তাঁর গুণগান করে, তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরূদ পাঠ করে, তারপর তার মনের কামনা অনযায়ী দোয়া করে। (তিরমিজি, আবু দাউদ)

সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিস অনুযায়ী দোয়া করার এবং দোয়া কবুলের উপাদান লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।