শিরক থেকে বাঁচার দোয়া
আল্লাহ তাআলা কুরআনুল কারিমের অসংখ্য জায়গায় মানুষকে শিরক না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলার প্রতি অত্যাচার হচ্ছে এ শিরক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামও মানুষকে শিরক থেকে বেঁচে থাকতে অনেক দিক-নির্দেশনা দিয়েছেন। বর্ণনা করেছেন অসংখ্য শিরকের হাদিস।
সর্বোপরি শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার উপায়ও শিখিয়ে দিয়েছেন। যা এখানে তুলে ধরা হলো-
উচ্চারণ :আল্লা-হুম্মা ইন্নি আউ’জুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ’লামু ওয়া আসতাগফিরুকা লিমা- লা- আ’লামু। (মুসনাদে আহমাদ, ছহিহ জামে)
অর্থ : ‘হে আল্লাহ! আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা হতে তোমারই নিকট আশ্রয় চাই। আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছি।
সুতরাং শিরক মারাত্মক গোনাহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখানো পদ্ধতিতে শিরক সংঘটিত হওয়া থেকে আশ্রয় চাওয়া উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শিরক থেকে হিফাজত করুন। আমিন।
এমএমএস/এমএস