অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের জানাযার দোয়া


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৫ মার্চ ২০১৬

জানাযার নামাজ মৃত ব্যক্তির জন্য বিশেষ দোয়া। আর জীবিত মুসল্লীর জন্য হিদায়াত লাভের অন্যতম মাধ্যম। জানাযার নামাজ ফরজে কিফায়া। জানাযায় তৃতীয় তাকবিরের পর প্রাপ্তবয়স্কদের জন্য যে দোয়া পড়তে হবে তা তুলে ধরা হয়েছে। কিন্তু অপ্রাপ্তবয়স্ক (নাবাগেল) ছেলে ও মেয়ের জানাযায় তৃতীয় তাকবিরের পরের দোয়া তুলে ধরা হলো-
মৃত ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক ছেলে হলে-
Janazar-Doa-Inner

উচ্চারণ : আল্লাহুম্মাঝআ`লহু লানা ফারত্বাও ওয়াঝআ`লহু লানা আঝরাও ওয়া জুখরাও ওয়াঝআ`লহু লানা শাফিআ`ও ওয়া মুশাফফিআ`।
অর্থ : হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।

মৃত ব্যক্তি অপ্রাপ্তবয়স্কা মেয়ে হলে-
Janazar-Doa-Inner

উচ্চারণ : আল্লাহুম্মাঝআ`লহা লানা ফারত্বাও ওয়াঝআ`লহা লানা আঝরাও ওয়া জুখরাও ওয়াঝআ`লহা লানা শাফিআ`তাও ওয়া মুশাফফিআ`তান।
অর্থ : হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।

উপরের দোয়া কারো জানা না থাকলে বা ভুলে গেলে এ সংক্ষিপ্ত দোয়া পড়বে-
Janazar-Doa-Inner

উচ্চারণ : আল্লাহুম্মাগফির লিলমু`মিনিনা ওয়াল মু`মিনাত।
অর্থ : হে আল্লাহ! আপনি মুমিন নারী-পুরুষ উভয়কে ক্ষমা করে দিন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জানাযার নামাজে নাবালেগ ছেলে-মেয়ের জানাযায় সঠিকভাবে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।