যতক্ষণ পর্যন্ত তাওবা করা যাবে...


প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

তাওবা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল। কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল। তিনি ক্ষমাকে ভালোবাসেন। সুতরাং ক্ষমা লাভের মাধ্যম হচ্ছে তাওবা। সুতরাং এ রকম ভাববার অবকাশ নেই যে, অনেক গোনাহ করেছি। এখন তাওবা করলে আল্লাহ মাফ করবেন কি? না, আল্লাহ তাআলা বান্দার জন্য তাওবার দরজা মৃতু্যর পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা রেখেছেন। হাদিসে এসেছে-

Hadith-Inner

হজরত আবু আবদুর রহমান আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মৃত্যুর নির্দশন প্রকাশের পূর্ব পর্যন্ত বান্দার তাওবা কবুল করে থাকেন। (তিরমিজি)

পরিশেষে...
তাওবা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা নিয়ামাত। এ নিয়ামাতকে কাজে লাগানো প্রত্যেক বুদ্ধিমান ঈমানদারের কাজ। আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে এ হাদিসের উপদেশ অনুযায়ী বাস্তব জীবনে তাওবা করে পরিশুদ্ধ হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।