অজুর পর নামাজের ফজিলত
অজু করা ইবাদাত। সব সময় অজুর সহিত থাকা অনেক ছাওয়াবের কাজ। ইবাদাতের জন্য অজু করা ফরজ। তাইতো রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, অজু করার পর যদি কেউ দুই রাকাআত নামাজ আদায় করে তবে তার জীবনের পূর্বেকার গোনাহ মাফ করে দেয়া হবে। হাদিসটি তুলে ধরা হলো-
হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার অজুর মতো অজু করে (একাগ্রতার সহিত) দুই রাকাআত নামাজ পড়বে এবং এ সময় অন্তরে অন্য কোনো ধারনা উদয় হবে না বা কোনো কথা বলবে না। তাহলে তার পূর্বেকার গোনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। (বুখারি, মুসলিম, মুসনাদে আহমাদ, আবু দাউদ, নাসাঈ, বাইহাকি, ইবনে হিব্বান)
সুতরাং প্রত্যেক নামাজের সময় অথবা যে কোনো সময় অজু করলে দুই রাকাআত নামাজ পড়ে সুন্নাত আদায়ের পাশাপাশি জীবনের পূর্বেকার গোনাহ ক্ষমা লাভের সৌভাগ্য লাভ করি। আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে গোনাহ থেকে ক্ষমা লাভ করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এবিএস